MS Dhoni

IPL 2022: নেতৃত্বে ফিরে কোন মন্ত্রে জয়, ম্যাচ শেষে জানালেন ধোনি

ধোনি ফিরতেই যেন বদলে গিয়েছে দল। ব্যাটাররা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। বোলাররা ভাল বল করেছেন। কোন মন্ত্রে বদলে গেল চেন্নাই শিবির, ম্যাচ শেষে তা নিজেই জানালেন ধোনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২২ ০০:১২
Share:

নেতৃত্বে ফিরেই জিতলেন ধোনি ছবি: আইপিএল

নেতৃত্বে ফিরেই প্রথম ম্য়াচে জয় পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনি ফিরতেই যেন বদলে গিয়েছে দল। ব্যাটাররা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। বোলাররা ভাল বল করেছেন। কোন মন্ত্রে বদলে গেল চেন্নাই শিবির, ম্যাচ শেষে তা নিজেই জানালেন ধোনি।
হায়দরাবাদকে হারিয়ে উঠে ধোনি বলেন, ‘‘নেতৃত্বে বদল হওয়া মানেই সব কিছুতে বদল নয়। কারণ সাজঘরে একই ক্রিকেটাররা থাকে। তাই আমি খুব বেশি কিছু বদল করতে চাইনি। ব্যাটাররা আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ২০০-র উপর রান তুললে কাজটা সহজ হয়। বাকিটা আমাদের বোলাররা করেছে।’’

Advertisement

পরিকল্পনায় খুব বেশি বদল না করলেও বোলারদের কিছু পরামর্শ তিনি দিয়েছিলেন বলে জানান ধোনি। তিনি বলেন, ‘‘বোলারদের বলেছিলাম এক ওভারে চারটে ছক্কা খেলেও হতাশ না হতে। যদি বাকি দু’টো বল ভাল করতে পার তা হলে দিনের শেষে সেই দু’টো বলই আমাদের ম্যাচ জেতাবে। আমি মনে করি বেশি রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বড় শট খেলবেই। তাতে হতাশ না হয়ে একটা-দু’টো ভাল বল করার চেষ্টা করতে হবে। ওই বলগুলো শেষ দিকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি এ ভাবেই ভাবি।’’

দল জিতলেও অবশ্য ফিল্ডিং নিয়ে খুশি হতে পারছেন না ধোনি। এই ম্যাচেও বেশ কয়েকটি ম্যাচ ছেড়েছেন সিএসকের ক্রিকেটাররা। সেই প্রসঙ্গে ধোনি বলেন, ‘‘প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১৮-১৯টা ক্যাচ ছেড়েছি। আজও ক্যাচ ফস্কেছে। ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে দলকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement