রোহিত শর্মাদের মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পরে প্লে-অফের সব আশা শেষ মহেন্দ্র সিংহ ধোনিদের। তাই এখন থেকেই পরের বারের ভাবনা শুরু করে দিয়েছেন ধোনি। সেই সঙ্গে আইপিএল থেকে সব ধরনের ক্রিকেটে ভারতীয় দলের কী লাভ হচ্ছে সে কথাও জানিয়েছেন তিনি।
বিদায়ের পরে কী বললেন ধোনি ছবি: আইপিএল
এ বারের মতো আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। রোহিত শর্মাদের মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পরে প্লে-অফের সব আশা শেষ মহেন্দ্র সিংহ ধোনিদের। তাই এখন থেকেই পরের বারের ভাবনা শুরু করে দিয়েছেন ধোনি। সেই সঙ্গে আইপিএল থেকে সব ধরনের ক্রিকেটে ভারতীয় দলের কী লাভ হচ্ছে সে কথাও জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে ধোনি স্বীকার করে নিয়েছেন যে এই উইকেটে মাত্র ৯৭ রান করে জেতা সম্ভব ছিল না। তার পরেও বোলাররা, বিশেষ করে মুকেশ চৌধরী ও সিমরজিত সিংহ যে লড়াই করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে ধোনির মুখে। তিনি বলেন, ‘‘দু’জন তরুণ জোরে বোলার খুব ভাল বল করেছে। এই ধরনের ম্যাচ ওদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’’
তার পরেই আইপিএলের উপযোগিতার কথা বলেন ধোনি। এই প্রতিযোগিতার ফলে যে প্রতি বছর অনেক ঘরোয়া ক্রিকেটার উঠে আসছে এবং তাতে ভারতীয় ক্রিকেটেরই লাভ হচ্ছে বলে জানান তিনি। ধোনি বলেন, ‘‘আমাদের বহু বছর এক সঙ্গে অনেক জোরে বোলার ছিল না। কিন্তু এখন সেটা আছে। অনেক বোলার উঠে আসছে। তাদের পরিণত হতে সময় দিতে হবে। কিন্তু আইপিএলের দৌলতে ছ’মাসের মধ্যেই সব ধরনের ক্রিকেটের জন্য তারা তৈরি হয়ে যাচ্ছে।’’
আইপিএলের ফলে ঘরোয়া তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়ছে বলে মনে করেন ধোনি। তিনি বলেন, ‘‘শুরু থেকেই তারা কঠিন প্রতিযোগিতা দেখছে। সেখানে ভাল করার জন্য তারা সব রকমের চেষ্টা করছে। ফলে খুব তাড়াতাড়ি তারা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি হয়ে যাচ্ছে। কাউকে ভয় পাচ্ছে না তারা। লড়াই থেকে পিছু হটছে না তারা।’’
এ বারের প্রতিযোগিতায় ব্যর্থ হলেও দলে বেশ কয়েক জন ইতিবাচক তরুণ ক্রিকেটারকে পেয়েছেন বলে জানান ধোনি। তিনি বলেন, ‘‘এ বছর দু’জন তরুণ জোরে বোলার পেয়েছি। আগামী বছর আরও দু’জন জোরে বোলার আসবে। আরও কয়েক জনের উপরে নজর রাখছি। যেখানে যেখানে খামতি ছিল তা ঠিক করতে হবে। এই মরসুম আমাদের অনেক শিক্ষা দিল। সেটা আগামী মরসুমে কাজে লাগানোর চেষ্টা করব।’’