Umran Malik

IPL 2022: চাপে থাকা কোহলির সামনে উমরান-পরীক্ষা

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটার এই ম্যাচে নামছেন পরস্পরের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ০৬:৩৫
Share:

ফাইল চিত্র।

প্লে অফে ওঠার দৌড়ে এক পা এগিয়ে থাকার লক্ষ্যে আজ, রবিবার নামবে দু’দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজ়ার্স হায়দরাবাদ। ১১ ম্যাচে আরসিবির পয়েন্ট ১২। সানরাইজ়ার্স ১০ ম্যাচে ১০। লড়াইয়ে যে দল জিতবে, তারাই এগিয়ে যাবে প্লে-অফে ওঠার দৌড়ে।

Advertisement

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটার এই ম্যাচে নামছেন পরস্পরের বিরুদ্ধে। আরসিবির বিরাট কোহলি এবং সানরাইজ়ার্সের কেন উইলিয়ামসন। তবে এই দুই কিংবদন্তি ব্যাটারের দ্বৈরথেও নজর থাকবে এক তরুণ ক্রিকেটারের উপরে। উমরান মালিক। এই আইপিএলে আগুনে বোলিং করে সবার নজর কেড়েছেন উমরান। আগের ম্যাচেই এই আইপিএলের দ্রুততম বলটি করেছেন সানরাইজ়ার্সের এই ফাস্ট বোলার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই বলের গতি ছিল ঘণ্টায় ১৫৭ কিলোমিটার। যা এখনও পর্যন্ত এই আইপিএলের দ্রুততম ডেলিভারি। কিন্তু সমস্যা হল, শেষ দু’টো ম্যাচে ৮ ওভার বল করে ১০০ রান দিয়েছেন উমরান। যে কারণে অনেকেই মনে করছেন, গতির সঙ্গে লাইন-লেংথেও নজর দিতে হবে উমরানকে। না হলে তাঁর বিরুদ্ধে শট খেলতে সমস্যা হবে না ব্যাটারদের। বিরাটদের বিরুদ্ধে উমরান কী করেন, তা দেখতে আগ্রহ থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আগের ম্যাচে আরসিবি হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। কিন্তু সানরাইজ়ার্স হেরে যায় দিল্লি ক্যাপিটালসের কাছে। তবে উইলিয়ামসনকে স্বস্তি দেবে নিকোলাস পুরানের ফর্ম। শেষ দু’টো ম্যাচে বিধ্বংসী হাফসেঞ্চুরি করে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটার। বিরাটরা আবার রবিবার সবুজ জার্সিতে নামবেন। পরিবেশ সুরক্ষায় আইপিএলের একটা ম্যাচ এই সবুজ জার্সিতে খেলে আরসিবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement