Harshal Patel

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে বেঙ্গালুরু-মুম্বই ম্যাচের সেরা হর্ষল পটেল

মাঝের ওভারে বল করতে এসে রমনদীপের উইকেটও নেন হর্ষল। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়েছেন তিনি। কৃপণ বোলিংয়ের সুবাদে মুম্বইকে কম রানে আটকে রাখে বেঙ্গালুরু। তাতেই সাফল্য আসে। মুম্বইকে ৭ উইকেটে হারিয়ে দেয় বেঙ্গালুরু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২৩:৩২
Share:

ছবি: আইপিএল

আনন্দবাজার অনলাইনের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সেরা হর্ষল পটেল। ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিশন যখন ক্রিজে জমতে শুরু করেছেন, তখনই বেঙ্গালুরুর ত্রাতা হয়ে ওঠেন হর্ষল। মুম্বইয়ের অধিনায়ককে ফিরিয়ে দেন তিনি। নিজের বলে নিজেই ক্যাচ নেন হর্ষল। ১৫ বলে ২৬ রান করে ফিরে যান ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করা রোহিত।

Advertisement

মাঝের ওভারে বল করতে এসে রমনদীপের উইকেটও নেন হর্ষল। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়েছেন তিনি। কৃপণ বোলিংয়ের সুবাদে মুম্বইকে কম রানে আটকে রাখে বেঙ্গালুরু। তাতেই সাফল্য আসে। মুম্বইকে ৭ উইকেটে হারিয়ে দেয় বেঙ্গালুরু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement