জাডেজার খুশির কারণ কী ফাইল ছবি
আইপিএলের আগেই খুশির খবর পেলেন রবীন্দ্র জাডেজা। আইসিসি-র টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে এলেন। এত দিন শীর্ষ স্থানে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। তাঁকে সরিয়ে ফের এক নম্বর টেস্ট অলরাউন্ডার হলেন জাডেজা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন জাডেজা। মোহালিতে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৭৫ রান করেন। সেই ম্যাচেই দু’ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেয়েছিলেন তিনি। বেঙ্গালুরু টেস্টে খুব একটা ভাল খেলতে পারেননি। তাতে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়া আটকায়নি তাঁর। এই তালিকায় তাঁর রেটিং ৪৩৮। অলরাউন্ডারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
উল্লেখ্য, জেসন হোল্ডার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছেন। তবে বার্বাডোজ টেস্টে খারাপ ছন্দ ছিল তাঁর। তাতেই দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন তিনি।
ব্যাটারদের তালিকায় তিন ভারতীয় রয়েছেন। রোহিত শর্মা ষষ্ঠ থেকে সপ্তম স্থানে নেমে গিয়েছেন। বিরাট কোহলী রয়েছেন নবম স্থানে। ঋষভ পন্থ তার পরেই। প্রথম পাঁচে রয়েছেন মার্নাস লাবুশেন, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং বাবর আজম।