মিচেল মার্শ। ছবি: আইপিএল
আনন্দবাজার অনলাইনের বিচারে পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা ক্রিকেটার হলেন মিচেল মার্শ। মূলত তাঁর দুরন্ত ইনিংসের সুবাদেই লড়াই করার মতো জায়গায় পৌঁছয় দিল্লির ইনিংস।
তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৮ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেললেন দিল্লির এই অস্ট্রেলীয় ব্যাটার। উইকেটের এক দিকে পর পর উইকেট পড়তে থাকলেও দলের ইনিংসের প্রায় শেষ পর্যন্ত ব্যাট করলেন মার্শ। নিজের ইনিংসটি সাজালেন ৪টি চার এবং ৩টি ছয়ের মাধ্যমে। মার্শের পর দিল্লির দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেন করতে নামা সরফারাজ খানের ১৬ বলে ৩২। তিনি ছাড়া ২১ বলে ২৪ করলেন ললিত যাদব। তবু মার্শের দায়িত্বশীল ইনিংস ছাড়া পঞ্জাবের বিরুদ্ধে লড়াই করার মতো রান তোলা সম্ভব হত না দিল্লির পক্ষে।
মার্শের ব্যাটই ভরসা দিল দিল্লির ইনিংসকে। দায়িত্বশীল দুরন্তু ইনিংস খেলে আনন্দবাজার অনলাইনের বিচারে পঞ্জাব-দিল্লি ম্যাচের সেরা ক্রিকেটার হলেন মার্শ।