—ফাইল চিত্র
এ বারের আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের হয়ে গান গাইলেন বাদশাহ। সেই গানের মাধ্যমে লখনউ বলল, ‘এ বার আমাদের পালা।’ নাচতে দেখা গেল লখনউ দলের অধিনায়ক লোকেশ রাহুলকে। নাচলেন গায়ক বাদশাহও।
গানটি একটি ভিডিয়োর মাধ্যমে প্রকাশ করেছে লখনউ। সেই ভিডিয়োটির নির্দেশক রেমো ডি’সুজা। সেই ভিডিয়োতে লখনউ শহরকে তুলে ধরা হয়েছে। শহরের বিভিন্ন অংশের ছবি দেখানো হয়েছে। শুধু গান নয়, যে জার্সি পরে রাহুলরা খেলবেন, সেটাও প্রকাশ করা হয়েছে। সেই জার্সিটি বানিয়েছেন পোশাক শিল্পী কুণাল রাওয়াল। পুরাণের চরিত্র গরুড়ের আদলে তৈরি করা হয়েছে লখনউ দলের লোগো। জার্সিতেও রয়েছে সেই ছোঁয়া।
হাল্কা আকাশি নীল রঙের জার্সিটি যেন আকাশ। লখনউ দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই রংটি তারুণ্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। জার্সিটিতে লোগোর রং যেমন রয়েছে, তেমনই রয়েছে গেরুয়া এবং সবুজ রং।