—ফাইল চিত্র
একে একে ফিরলেন কিশন, স্যামস এবং মুরুগান অশ্বিন। ১০২ রানে ৭ উইকেট হারাল মুম্বই।
মুম্বইয়ের রান আটকালেন নারাইন। মাত্র ২ রান দিলেন তিনি।
দ্বিতীয় উইকেট রাসেলের। এক দিকে ঈশান কিশন রান করলেও উল্টো দিক থেকে ব্যাটার হারাচ্ছে মুম্বই। ব্যাট করতে নেমেছেন টিম ডেভিড। ১১ ওভারে ৮১ রান তুলল মুম্বই।
দুই উইকেট হারাল মুম্বই। রাসেলের বলে ফিরলেন তিলক। মাত্র ৬ রান করেছেন তিনি।
জিততে হলে ১৬৬ রান তুলতে হবে রোহিত শর্মাদের।
৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৫ উইকেট নিলেন বুমরা। একটি মেডেনও নিয়েছেন তিনি। তাঁর দাপটেই শেষ দিকে বেশি রান তুলতে পারল না কলকাতা।
১৯ ওভারে ১৬৪ রান তুলে নিল কলকাতা। ক্রিজে রয়েছেন রিঙ্কু। ১৩ বলে ২২ রান করেছেন তিনি।
১৪০ রানে ৫ উইকেট হারাল কলকাতা। এক ওভারে দুই উইকেট নিয়ে চলে গেলেন বুমরা। রাসেল এবং নীতীশ আউট।
বুমরার বলে ক্যাচ তুলে দিলেন রাসেল। ৯ রান করে আউট তিনি। ১৪.২ ওভারে কলকাতার ১৩৬ রান।
মাত্র ৬ রানে আউট শ্রেয়স। মরুগান অশ্বিনের বলে উইকেটরক্ষক ঈশান কিশনের হাতে ক্যাচ দিলেন তিনি।
রিভার্স সুইপ মারতে গিয়ে আউট রহাণে। ঘাতক সেই কার্তিকেয়। ২৪ বলে ২৫ রান করলেন রহাণে।
দ্রুত রান তুলছে কলকাতা। ১০ ওভারে ৮৭ রান তুলে ফেললেন রহাণেরা।
বেঙ্কটেশ আউট হতে ক্রিজে এলেন নীতীশ রানা। ১৪ বলে ১৬ রান করে অপরাজিত রহাণে। রানা ১০ বলে অপরাজিত ৭ রানে।