কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫২ রানে হেরে গেল মুম্বই। কিন্তু কলকাতা ব্যাট করার সময় বুমরার দুর্দান্ত বোলিংয়ের জন্যই ১৬৫ রানে আটকে গেল তারা। বুমরা ফিরিয়ে দেন নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স এবং সুনীল নারাইনকে। শেষ ওভারে মাত্র এক রান দিয়েছিলেন বুমরা। ডেথ ওভারে কেন তাঁকে সেরা বোলার বলা হয় তা একটি ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি।
—ফাইল চিত্র
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত সেরা বোলিংটা করে গেলেন যশপ্রীত বুমরা। চার ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি। ম্যাচের সেরাও হলেন ভারতীয় পেসার। যদিও তাঁর দল জিততে পারেনি।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫২ রানে হেরে গেল মুম্বই। কিন্তু কলকাতা ব্যাট করার সময় বুমরার দুর্দান্ত বোলিংয়ের জন্যই ১৬৫ রানে আটকে গেল তারা। বুমরা ফিরিয়ে দেন নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স এবং সুনীল নারাইনকে। শেষ ওভারে মাত্র এক রান দিয়েছিলেন বুমরা। ডেথ ওভারে কেন তাঁকে সেরা বোলার বলা হয় তা একটি ম্যাচেই বুঝিয়ে দিলেন তিনি।
মুম্বই জিতলেও প্লে-অফে যেতে পারবে না। সোমবারের ম্যাচের আগে সে ভাবে ছন্দেও দেখা যায়নি বুমরাকে। কিন্তু কলকাতার বিরুদ্ধে তিনি ছিলেন স্বমেজাজে। যদিও জেতাতে পারলেন না দলকে।