দিল্লি দলকে যাতে পুণে যেতে না হয়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। বুধবারের পঞ্জাব কিংসের বিরুদ্ধেও দিল্লির খেলার কথা ছিল পুণেতে। সেই ম্যাচ হল ব্রেবোর্নের মাঠে। ৯ উইকেটে ম্যাচ জিতল দিল্লি। রাজস্থানের বিরুদ্ধে শুক্রবার তারা খেলতে নামবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
—ফাইল চিত্র
পুণে থেকে সরল দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচও। ২২ এপ্রিল, শুক্রবার সেই ম্যাচ হওয়ার কথা ছিল পুণেতে। কিন্তু দিল্লি দলের একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল মুম্বইয়ে।
দিল্লি দলকে যাতে পুণে যেতে না হয়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। বুধবারের পঞ্জাব কিংসের বিরুদ্ধেও দিল্লির খেলার কথা ছিল পুণেতে। সেই ম্যাচ হল ব্রেবোর্নের মাঠে। ৯ উইকেটে ম্যাচ জিতল দিল্লি। রাজস্থানের বিরুদ্ধে শুক্রবার তারা খেলতে নামবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
বুধবার ম্যাচের আগে জানা যায় দিল্লির আরও এক বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত। এর আগে মিচেল মার্শ করোনা আক্রান্ত হয়েছিলেন। বুধবার টিম সেইফার্ট করোনা আক্রান্ত বলে জানা যায়। এর পর ম্যাচ হবে কি না সেই নিয়েই সংশয় তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হয় এবং দাপটের সঙ্গে সেই ম্যাচ জিতে নেয় দিল্লি।