মিচেল মার্শ। ছবি: আইপিএল
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলীয় ব্যাটার মিচেল মার্শ। তাঁর ভ্যাট এবং বল হাতে পারফরম্যান্স দিল্লিকে সহজ জয় এনে দিয়েছে।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ২৫ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৬২ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। তিনি বেশি খুশি নিজের ইনিংস নিয়ে। রাজস্থানের বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে মার্শ বলেছেন, ‘‘কঠিন ম্যাচ ছিল। বিশেষ করে ব্যাট এবং বল দু’টোই করতে হলে শারীরিক ধকল বেশি হয়। রান করার জন্য উইকেট বেশ কঠিন হলেও মনে হয়েছিল একটা ভাল বড় জুটিই যথেষ্ট হবে।’’
মার্শের মতে ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উইকেট টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য কঠিন ছিল। তিনি বলেছেন, ‘‘প্রথম চার-পাঁচটা ওভার খুবই কঠিন ছিল ব্যাটিং করার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তো বটেই। বল সুইং করছিল বেশ। ভাল গতি এবং বাউন্সও ছিল। উইকেট দেখে আমার পার্থের বাইশ গজের কথা মনে হচ্ছিল।’’
এর পর মার্শ মজা করে বলেছেন, ‘‘এই উইকেটে ২০০ স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করা সম্ভব নয়। তাই আমরা ইনিংস গড়ে তোলার চেষ্টা করেছি। ডেভিড ওয়ার্নার দারুণ ব্যাট করল। আমিও ওর মতো আক্রমণাত্মক ব্যাটিং করতে চাই। সেই চেষ্টাই এখন করছি।’’