David Warner

David Warner: মহিলা চরিত্র করতেও আপত্তি নেই, ওয়ার্নার কি ক্রিকেট ছাড়ছেন

ভাল ছন্দে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। ব্যাটে রান আসায় খোশ মেজাজে রয়েছেন। ইতিমধ্যেই একাধিক রিল পোস্ট করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৯:২৫
Share:

ডেভিড ওয়ার্নার। ছবি: আইপিএল

মহিলাদের চরিত্রে অভিনয় করতে আপত্তি নেই ডেভিড ওয়ার্নারের। অস্ট্রেলীয় ব্যাটার কি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? একদমই তেমন নয়। ক্রিকেটই তাঁর অগ্রাধিকার।

ক্রিকেট মাঠের মতোই নেট মাধ্যমেও দারুণ সক্রিয় ওয়ার্নার। মাঝে মধ্যেই ছোট ছোট মজার ভিডিয়ো পোস্ট করেন অজি ব্যাটার। কখনও কখনও স্ত্রী, সন্তানদেরও নেন সেই ভিডিয়োগুলিতে। আইপিএলের ব্যস্ততার মধ্যেও নানা রকম ভিডিয়ো পোস্ট করছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের পর সঞ্চালিকা তাঁকে প্রশ্ন করেন এরপর কোন গানের রিল তৈরি করবেন। উত্তরে ওয়ার্নার জানান, তামিল সিনেমা বিস্টের জনপ্রিয় গান ‘জলি ও জিমখানা’ গানের রিল তৈরি করতে চান। একই সঙ্গে জানান এই রিলের জন্য তাঁর প্রয়োজন একজন মহিলা। দরকারে নিজেই মহিলার চরিত্র করবেন বলেও জানান ওয়ার্নার।

Advertisement

আইপিএল ফ্র্যাঞ্চাইজির দুই সতীর্থ কমলেশ নাগরকোটি এবং খলিল আহমেদকে নিয়ে রিল তৈরির কথা ভেবেছেন ওয়ার্নার। ওয়ার্নার বলেছেন, ‘‘ওরাই আমাকে বলেছে ‘জলি ও জিমখানা’ গানের রিল তৈরি করতে। আমার এক জন মহিলার দরকার। ওদের এক জনকে মহিলা সাজতে হবে। মহিলা সাজতে আমারও কোনও সমস্যা নেই। মানে নাগরকোটি এবং খলিলও তেমনও চাইবেন। সমস্যা একটাই, খলিলের হ্যাস্ট্রিংয়ের চোট। ও এখনও সম্পূর্ণ চোট মুক্ত নয়।’’

আইপিএলে বেশ ভাল ছন্দে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। ব্যাটে রান আসায় খোশ মেজাজেই রয়েছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও ওপেন করতে নেমে অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement