Eden Gardens

IPL 2022: কেকেআর নেই, তবু ইডেনে আইপিএল প্লে-অফের টিকিটের চাহিদা তুঙ্গে

এ বারের আইপিএলের প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স নেই। কিন্তু তার প্রভাব টিকিট বিক্রিতে পড়ছে না বলেই জানালেন স্নেহাশিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ২৩:১১
Share:

—ফাইল চিত্র

হাতে আর মাত্র দু’দিন। রবি এবং সোমবার পেরলেই ইডেনে আইপিএলের লড়াই। কিন্তু সেই ম্যাচের আগেই ভেঙে গেল প্রেস বক্সের কাচ। উড়ে গেল মাঠের একাংশের ত্রিপল। সিএবি প্রধান অভিষেক ডালমিয়া যদিও এ সব নিয়ে চিন্তিত নন। বিপর্যয় সামলে নেবেন বলে আশ্বাস দিলেন, সেই সঙ্গে জানালেন ম্যাচের রাতে থাকছে বাড়তি মেট্রোর ব্যবস্থার।

শনিবারের কালবৈশাখীতে ইডেনের প্রেস বক্সের তিনটি কাচ ভেঙে গিয়েছে। কিছু হোর্ডিং ভেঙেছে। সেই প্রসঙ্গে অভিষেক বললেন, “অনেক সময় আছে আমাদের হাতে। কোথাও একটা কাচ ভেঙেছে, কোথাও কিছু খুলে গিয়েছে। কাল বা পরশু সেগুলি সব ঠিক করে দেওয়া হবে। এটা কোনও সমস্যাই নয়।” শনিবার ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছিলেন ইডেন পর্যবেক্ষণ করতে। তিনি বেশ কিছু উপদেশ দিয়েছেন বলে জানিয়েছেন অভিষেক।

Advertisement

ম্যাচের দিন রাতে পরিবহনের দিকে নজর দেওয়া হবে। মেট্রো এবং বাস পরিষেবা থাকবে বলে অভিষেক জানিয়েছেন। তিনি বললেন, “মেট্রো পরিষেবা যাতে বেশি রাত পর্যন্ত থাকে সেটা সিএবি দেখছে। বাড়তি খরচ হলে সেটা সিএবি বা বিসিসিআই দেবে।” যদিও মেট্রোর তরফে এখনও পর্যন্ত ২৪ এবং ২৫ মে রাতে বাড়তি মেট্রো চালানোর কোনও পরিকল্পনা রয়েছে বলে জানা যায়নি। কোন বাস কোন দিক দিয়ে ছাড়বে, কোথায় যাবে সে সবও জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অভিষেক।

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, “অনুশীলনে দলগুলির সমস্যা হতে পারে। যে ভাবে বৃষ্টি হচ্ছে তাতে অনুশীলনে ইডেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (সল্টলেক) মাঠে কিছু সমস্যা হতে পারে।”

Advertisement

এ বারের আইপিএলের প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স নেই। কিন্তু তার প্রভাব টিকিট বিক্রিতে পড়ছে না বলেই জানালেন স্নেহাশিস। তিনি বললেন, “টিকিটের চাহিদা মারাত্মক। যদি বাড়তি টিকিট ছাপানো যেত তা হলে হয়তো সেগুলোও বিক্রি হয়ে যেত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement