অবশেষে জয়ের হাসি চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাডেজার মুখে। ছবি: আইপিএল
এ বারের আইপিএলে প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস। তারা হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। কী ভাবে জিতল চেন্নাই, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।
এক, প্রথম সাত ওভারে মাত্র ৩৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। ফিরে যান রুতুরাজ গায়কোয়াড় ও মইন আলি। সেখান থেকে ২১৬ রানে পৌঁছয় তারা। শিবম দুবে এবং রবিন উথাপ্পার ঝোড়ো ব্যাটিং জিতিয়ে দেয় চেন্নাইকে।
দুই, শেষ চার ওভারে ৮১ রান তোলে চেন্নাই। প্রতি ম্যাচেই স্লগ ওভারে প্রচুর রান দিয়ে ফেলছে বেঙ্গালুরু। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে এক জন ওভারপিছু ১৪-র বেশি, এক জন ১১-র বেশি, তিন জন নয়ের বেশি রান দেন।
তিন, পাওয়ার প্লে-তে বেঙ্গালুরুর তিন উইকেট ফেলে দেয় চেন্নাই। তার মধ্যে ছিল ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলীর উইকেট।
চার, রবীন্দ্র জাডেজা-মহেন্দ্র সিংহ ধোনিরা শুরুতে বল তুলে দেন মইন আলির হাতে। চেন্নাইয়ের বোলারদের মধ্যে উইকেট না পেলেও মইনই সব থেকে ভাল বল করেন।
পাঁচ, বেঙ্গালুরুর ম্যাক্সওয়েল, শাহবাজ, প্রভুদেশাইরা যখনই হাত খুলে মারতে শুরু করেছেন, তাঁদের উইকেট তুলে নিয়েছে চেন্নাই।