Moeen Ali

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে চেন্নাই-দিল্লি ম্যাচের সেরা মইন আলি

বল হাতে দিল্লির ইনিংসে ধস নামতে মুখ্য ভূমিকা নিলেন তিনি। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ২৩:২৭
Share:

দারুণ খেললেন মইন। ছবি আইপিএল

আনন্দবাজার অনলাইনের বিচারে চেন্নাই-দিল্লি ম্যাচের সেরা হলেন মইন আলি। বল হাতে দিল্লির ইনিংসে ধস নামতে মুখ্য ভূমিকা নিলেন তিনি। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। তবে কোনও মেডেন ওভার হয়নি।

ব্যাট হাতে মইন দলকে ভরসা দিয়ে থাকেন। তবে রবিবার ব্যাট হাতে তিনি বিশেষ কিছু করতে পারেননি। মাত্র চার বলে নয় রান করে ফিরে যান তিনি। মেরেছেন দু’টি চার। তবে বল হাতে অন্য ছন্দে দেখা যায় তাঁকে। দিল্লির মিচেল মার্শ ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। মইনের একটি স্লোয়ার বল ছয় মারতে গিয়ে সীমানার ধারে রুতুরাজের হাতে ধরা পড়েন। নিজের পরের ওভারেই ঋষভ পন্থকে ফেরান মইন। অফস্টাম্পের বল স্কোয়্যার কাট করতে গিয়েছিলেন পন্থ। বল ব্যাটের কানায় লেগে লেগস্টাম্প ভেঙে দেয়।

Advertisement

একই ওভারে মইন ফেরান রিপল পটেলকে। এসেই চেন্নাইয়ের বোলারকে ছক্কা মেরেছিলেন রিপল। ফের সাহসী হতে গিয়ে ডিপ মিডউইকেটে কনওয়ের হাতে ধরা পড়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement