Wanindu Hasaranga

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে বেঙ্গালুরু-মুম্বই ম্যাচের সেরা চাল কোনটি

শ্রীলঙ্কার এই স্পিনার পঞ্চম ওভারে বল করতে এসে ১৩ রান দিয়েছিলেন। ঈশান কিশন, রোহিত শর্মার হাতে বিশাল মার খাওয়ার পরেও তাঁর উপরেই ভরসা রেখেছিলেন ডুপ্লেসি। সেই বিশ্বাসের ভরসা রাখেন হাসরঙ্গ। তুলে নেন ডিওয়াল্ড ব্রেভিসের উইকেট। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০০:০৬
Share:

—ফাইল চিত্র

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে। এই ম্যাচে আরসিবি-র অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির সেরা চাপ কোনটি ছিল? আনন্দবাজার অনলাইনের বিচারে নবম ওভারে ওয়ানিন্দু হাসরঙ্গকে বল করতে আনাটাই সেরা চাল।

মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে সপ্তম ওভারে ফিরিয়ে দিয়েছিলেন হর্ষল পটেল। পরের ওভারটি করেন আকাশ দীপ। এর পর কাকে বল করতে পাঠানো হবে সেই নিয়ে আলোচনা করতে দেখা যায় ডুপ্লেসি এবং বিরাট কোহলীকে। সেই আলোচনায় যোগ দেন দীনেশ কার্তিকও। আলোচনার পর হর্ষলকে বল না দিয়ে ফ্যাফ বল করতে পাঠান হাসরঙ্গকে।

Advertisement

শ্রীলঙ্কার এই স্পিনার পঞ্চম ওভারে বল করতে এসে ১৩ রান দিয়েছিলেন। ঈশান কিশন, রোহিত শর্মার হাতে বিশাল মার খাওয়ার পরেও তাঁর উপরেই ভরসা রেখেছিলেন ডুপ্লেসি। সেই বিশ্বাসের ভরসা রাখেন হাসরঙ্গ। তুলে নেন ডিওয়াল্ড ব্রেভিসের উইকেট। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই।

ওই ওভারেই রান আউট হয়ে যান তিলক বর্মা। একের পর এক উইকেট হারাতে থাকে রোহিতের দল। সূচনাটা করে দিয়েছিলেন হাসরঙ্গ। বেঙ্গালুরুর তিন অভিজ্ঞ মাথার এই চালই হারিয়ে দিল মুম্বইকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement