Punjab Kings

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে পঞ্জাব-হায়দরাবাদ ম্যাচের সেরা লিয়াম লিভিংস্টোন

এ বারের আইপিএলে প্লে-অফে যেতে না পারলেও লিভিংস্টোনের দাপট দেখা গিয়েছে অনেক ম্যাচেই। পরের আইপিএলে পঞ্জাব দলের হয়ে ফের বড় ভূমিকা নিতে পারেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২২ ২৩:২৮
Share:

—ফাইল চিত্র

পঞ্জাব কিংসের জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন লিয়াম লিভিংস্টোন। মাত্র ২২ বলে ৪৯ রান করেন তিনি। আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা লিভিংস্টোন।

Advertisement

রবিবারের ম্যাচে মাত্র ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল পঞ্জাব। কিন্তু ১৫.১ ওভারে সেই রান তুলে নেওয়ার পিছনে কৃতিত্ব দিতেই হবে লিভিংস্টোনকে। ইংরেজ ব্যাটারের অপরাজিত ৪৯ রানের ইনিংসের কারণেই দ্রুত ম্যাচ জিতল পঞ্জাব। যদিও তাতে প্লে-অফে ওঠার স্বপ্ন পূরণ হল না। রবিবারের ম্যাচের আগেই প্রথম চার দল কারা তা ঠিক হয়ে গিয়েছিল। সেখানে এই দুই দলের কেউই নেই। পয়েন্টের বিচারে গুরুত্বহীন হলেও পঞ্জাবের জয়ের পিছনে বড় অবদান রাখলেন লিভিংস্টোন।

এ বারের আইপিএলে প্লে-অফে যেতে না পারলেও লিভিংস্টোনের দাপট দেখা গিয়েছে অনেক ম্যাচেই। পরের আইপিএলে পঞ্জাব দলের হয়ে ফের বড় ভূমিকা নিতে পারেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement