IPL 2023

গলিতে আইপিএল! হাওয়াই চটি, হাফ প্যান্টে রাস্তায় গত বারের চ্যাম্পিয়ন ক্রিকেটার

আইপিএলে এক সময় সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন তিনি। গত বছর এই অলরাউন্ডার যোগ দেন গুজরাত টাইটান্সে। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ন’ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ১৪:৫৪
Share:

গলি ক্রিকেট খেলতে নামলেন আন্তর্জাতিক ক্রিকেটার। —ফাইল চিত্র

পায়ে হাওয়াই চটি, পরনে হাফ প্যান্ট আর নীল গেঞ্জি। গুজরাতের গান্ধীনগরে ব্যাট করতে নামা ছেলেটাকে দেখলে মনে হবে রোজই রাস্তার উপর এমন ভাবে খেলতে নামেন তিনি। গলি ক্রিকেট খেলতে নামা রশিদ খানের কাণ্ড দেখে অবাক দর্শক।

Advertisement

আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন রশিদ। আফগানিস্তানের স্পিনারকে দেখা গেল সম্পূর্ণ অন্য মেজাজে। তিনি গুজরাতের রাস্তা খেলতে নেমে পড়লেন। বোলিং নয়, ব্যাটিং করলেন তিনি। প্যাড, হেলমেট ছেড়ে ২৪ বছরের রশিদ ভারতীয় সমর্থকদের সঙ্গে মিশে গেলেন গলি ক্রিকেট খেলার জন্য।

আইপিএলে এক সময় সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন রশিদ। গত বছর তিনি যোগ দেন গুজরাত টাইটান্সে। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ন’ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন। আইপিএলে এখনও পর্যন্ত ১০১টি ম্যাচে তিনি নিয়েছেন ১২৭টি উইকেট। এটি তাঁর সপ্তম আইপিএল।

Advertisement

আফগানিস্তানের হয়ে ৮০টি টি-টোয়েন্টি এবং ৮৬টি এক দিনের ম্যাচ খেলেছেন রশিদ। সাদা বলের ক্রিকেটে আফগানিস্তানের হয়ে এখনও পর্যন্ত ২৯২টি উইকেট নিয়েছেন। বিভিন্ন দেশের লিগ মিলিয়ে ৪০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রশিদ। ৫৪৩টি উইকেট রয়েছে তাঁর। এমন এক জন ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পেলেন গান্ধীনগরের ভারতীয় ক্রিকেট ভক্তরা।

এ বারের আইপিএলে ন’ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে গুজরাত। রশিদের দল গত বার আইপিএল জেতে। এ বারও প্লে অফে ওঠার দৌড়ে বেশ এগিয়ে রয়েছে। শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত। জয়পুরে খেলবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement