IPL 2024

‘ভারসাম্য নেই বিরাটদের দলে’, কলকাতার বিরুদ্ধে হারের পরেই সমালোচনা শুরু বেঙ্গালুরুকে নিয়ে

তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর বিরাট কোহলিদের দল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৬:৩২
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বিরাট কোহলিদের দলের সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর বিরাটদের দল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড মনে করেন বেঙ্গালুরু দলে ভারসাম্য নেই।

Advertisement

যে পিচে বেঙ্গালুরু রান তুলতে পারছিল না, সেখানেই ১৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কলকাতা। ওপেনার সুনীল নারাইন এবং ফিল সল্ট পাওয়ার প্লে-তে ৮৫ রান তুলে নেন। সেই ম্যাচের পর আরসিবি-র সমালোচনা করে ব্রড বলেন, “কেকেআরের প্রশংসা করতেই হবে। বেঙ্গালুরুতে টানা ছ'বার জিতল তারা। আরসিবি-কে বোলিংয়ের দিকে নজর দিতে হবে। কেকেআরের বোলারেরা কাটার দিচ্ছিল, স্লোয়ার দিচ্ছিল, যার ফলে ব্যাটারেরা বড় শট নিতে পারছিল না। বিরাট কোহলির মতো ব্যাটার টানা বড় শট খেলতে পারেনি। কিন্তু বেঙ্গালুরুর বোলারেরা জোরে জোরে বল করল আর সেগুলো বাউন্ডারি পার হয়ে গেল।”

ব্রডের মতে আরসিবি-র ভারসাম্য নেই। ইংরেজ পেসার বলেন, “বেঙ্গালুরুর সমস্যা বোলিং নিয়েই। বহু বছর ধরেই ওদের ব্যাটিং খুব ভাল। বড় মাপের ব্যাটার রয়েছে দলে। কিন্তু বোলিং আক্রমণ তেমন নয়। ভারসাম্যের অভাব রয়েছে দলে। আমার মতে দলে খুব ভাল বিদেশি ক্রিকেটার রয়েছে, কিন্তু ভারতীয় বোলার তেমন নেই। ঘরের মাঠে এমন ভাবে হারলে অনেক সময় দলের মনোযোগ নষ্ট হতে পারে।”

Advertisement

আরসিবি-র পরের ম্যাচ মঙ্গলবার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচও বেঙ্গালুরুতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement