শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২৩:২৯
জিতল গুজরাত
১১ বল বাকি থাকতেই দিল্লিকে হারিয়ে দিল তারা।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২২:৫৩
আউট বিজয় শঙ্কর
২৯ রান করে মিচেল মার্শের বলে আউট বিজয় শঙ্কর।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২২:১১
আউট হার্দিক
৫ রান করে খলিল আহমেদের বলে আউট হার্দিক পাণ্ড্য। বড় ধাক্কা গুজরাত দলে।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২১:৫৯
আউট শুভমন গিল
১৪ রান করে নোখিয়ের বলে আউট শুভমন।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২১:৪৭
আউট ঋদ্ধিমান
১৪ রান করে আনরিখ নোখিয়ের বলে আউট ঋদ্ধিমান সাহা।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২১:৪২
রান তাড়া করতে নেমেছে গুজরাত
প্রথম ওভারেই ১৪ রান করেছেন ঋদ্ধিমান সাহা।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২১:২২
দিল্লির ইনিংস শেষ
৮ উইকেটে ১৬২ রান করল দিল্লি। গুজরাতের সামনে লক্ষ্য ১৬৩ রান।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২১:০৫
আউট সরফরাজ়
৩০ রান করে রশিদের বলে আউট সরফরাজ়।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২০:৪৫
আউট অভিষেক পোড়েল
আইপিএল অভিষেকে ২০ রান করে রশিদ খানের বলে বোল্ড হলেন অভিষেক পোড়েল।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২০:৪০
জীবনদান সরফরাজ়ের
১৫ রানের মাথায় সরফরাজ়ের ক্যাচ ফস্কালেন জোশুয়া লিটল।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২০:৩০
দিল্লির রান ১০ ওভারে ৪ উইকেটে ৭৮
সরফরাজ় খান ১২ ও অভিষেক পোড়েল ৩ রান করে খেলছেন।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২০:২২
পর পর দু’বলে উইকেট জোসেফের
শূন্য রানে আউট হয়ে গেলেন রুসো। ৪ উইকেট হারিয়ে চাপে দিল্লি।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২০:১৯
আউট ওয়ার্নার
ভাল খেলছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ৩৭ রান করে আলজারি জোসেফের বলে বোল্ড হয়ে যান তিনি।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ২০:০৩
পাওয়ার প্লে শেষে দিল্লির রান ২ উইকেটে ৫২
ডেভিড ওয়ার্নার ২৫ ও সরফরাজ় খান ২ রান করে ক্রিজে রয়েছেন।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ১৯:৫৬
আবার উইকেট শামির
মিচেল মার্শকেও আউট করলেন মহম্মদ শামি। ৪ রান করে বোল্ড হয়ে গেলেন মার্শ।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ১৯:৪৭
আউট পথ্বী শ
মহম্মদ শামির বলে ৭ রান করে আউট পৃথ্বী।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ১৯:৪১
শামির বলে সমস্যায় ওয়ার্নার
মহম্মদ শামির প্রথম ওভারে সমস্যায় পড়লেন ডেভিড ওয়ার্নার। বেশ কয়েকটি বল তাঁর ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে গেল।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ১৯:২১
দিল্লির প্রথম একাদশ
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রিলি রুসো, অমন খান, সরফরাজ খান, অক্ষর পটেল, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আনরিখ নোখিয়ে।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ১৯:২০
গুজরাতের প্রথম একাদশ
ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পাণ্ড্য, ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, জোশুয়া লিটল, যশ দয়াল, আলজারি জোসেফ।
শেষ আপডেট:
০৪ এপ্রিল ২০২৩ ১৯:০২
টসে জিতল গুজরাত
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতলেন হার্দিক পাণ্ড্য। প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।