এ বারের আইপিএলে ব্যাট হাতেও ভাল ছন্দে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র
এ বারের আইপিএলে প্রথম একাদশ বলতে গিয়ে ভুল করেছেন অনেক অধিনায়ক। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় এই সমস্যা হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানাও প্রথম একাদশ ভুল বলেছেন আগের ম্যাচে। সেই ভুল এ বার করলেন মহেন্দ্র সিংহ ধোনি। আর তাঁকে নিয়ে রসিকতা করল তার নিজেরই দল।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসের পরে ধোনি বলেন, ‘‘আমাদের দলে একটাই বদল হয়েছে। শিবম দুবের বদলে প্রথমে একাদশে এসেছে অম্বাতি রায়ডু।’’ কিন্তু পরে যখন চেন্নাইয়ের প্রথম একাদশ দেখানো হয় তখন দেখা যায়, দলে রয়েছেন শিবম। অর্থাৎ, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্য এই ভুল করেছেন ধোনি।
এই ঘটনার পরে ধোনিকে নিয়ে রসিকতা করে চেন্নাই। তারা দু’টি ছবি প্রকাশ করে সমাজমাধ্যমে। একটি ছবিতে দেখা যাচ্ছে, ধোনি অনুশীলন করছেন, পাশে দাঁড়িয়ে শিবম। আর একটি ছবিও একই রকম। তবে সেখানে ধোনির সঙ্গে শিবম নেই। প্রথম ছবির ক্যাপশন, ‘অনুশীলনে ধোনি’। পরের ছবির ক্যাপশন, ‘টসে ধোনি।’
ম্যাচে অবশ্য নিজের কাজ করেছেন ধোনি ও শিবম দু’জনেই। শিবম ১২ বলে ২৫ ও ধোনি ৯ বলে ২০ রান করেছেন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করে চেন্নাই। পরে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে দিল্লি। ২৭ রানে ম্যাচ জেতে চেন্নাই।