IPL 2023

রক্তচাপ বাড়ল কলকাতার! ঘরের মাঠে হায়দরাবাদকে ৭ উইকেটে উড়িয়ে ইডেনে খেলতে আসছেন ধোনিরা

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় জয় পেল চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদকে ৭ উইকেটে হারালেন মহেন্দ্র সিংহ ধোনিরা। এ বার তাঁদের গন্তব্য কলকাতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ২২:৪৯
Share:

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে উল্লাস চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের। ছবি: আইপিএল

চেন্নাই সুপার কিংস কলকাতায় পা দেওয়ার আগেই রক্তচাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে ক্রিকেট মহেন্দ্র সিংহ ধোনিরা খেললেন তা চিন্তায় রাখবে নাইট শিবিরকে। হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটে-বলে দাপট দেখাল চেন্নাই। ৭ উইকেটে আইডেন মার্করামদের উড়িয়ে দিয়ে ইডেন গার্ডেন্সে খেলতে আসছেন ধোনিরা।

Advertisement

হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। হ্যারি ব্রুক ও অভিষেক শর্মা শুরুটা ভাল করছিলেন। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তাঁরা। চেন্নাইকে প্রথমে খেলায় ফেরান আকাশ সিংহ। ১৮ রানের মাথায় ব্রুককে আউট করেন তিনি।

পেসাররা খুব একটা সুবিধা পাচ্ছেন না দেখেই মগজাস্ত্র প্রয়োগ করলেন ধোনি। আর সেখানেই কুপোকাত হায়দরাবাদ। মিডল ওভারে তিন স্পিনারকে কাজে লাগালেন ধোনি। মাহেশ থিকশানা, রবীন্দ্র জাডেজা ও মইন আলি সমস্যায় ফেললেন ব্যাটারদের। চিপকের উইকেটে বল ঘুরল। তার ফলে হাত খুলে খেলতে পারলেন না হায়দরাবাদের ব্যাটাররা। উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্যাচ ধরলেন ধোনি। দ্রুতগতিতে স্টাম্প করলেন। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল।

Advertisement

অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠি শুরুটা ভাল করলেও বড় রান করতে পারলেন না। অভিষেক ৩৪ ও ত্রিপাঠি ২১ রান করে আউট হলেন। বাকি ব্যাটাররাও রান পেলেন না। স্পিনারদের দেখে গতির হেরফের করে শেষ দিকে সফল পেসাররাও। চেন্নাইয়ের বোলারদের দাপটে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করল হায়দরাবাদ। চেন্নাইয়ের হয়ে সব থেকে ভাল বল করলেন জাডেজা। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি।

যে উইকেটে হায়দরাবাদের ব্যাটারদের খেলতে সমস্যা হল সেই উইকেটেই শুরু থেকে হাত খুলে খেললেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। লক্ষ্য কম থাকায় আরও আত্মবিশ্বাসী দেখাল তাঁদের। বেশি আক্রমণাত্মক ছিলেন কনওয়ে। মাত্র ৩৩ বলে অর্ধশতরান করলেন তিনি।

চেন্নাইয়ের ওপেনিং জুটিকে ভাঙার জন্য সব চেষ্টা করেন মার্করাম। ছ’জন বোলারকে প্রথম ১০ ওভারেই ব্যবহার করেন তিনি। কিন্তু কিছুতেই উইকেট পড়ছিল না।

৩৫ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন গায়কোয়াড়। কনওয়ের মারা শট বোলার উমরান মালিকের পায়ে লেগে উইকেটে লাগায় রানআউট হন তিনি। রান পাননি অজিঙ্ক রাহানে। অম্বাতি রায়ডুও মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি চেন্নাইয়ের। শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে যান ধোনিরা। ৭৭ রান করে অপরাজিত থাকেন কনওয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement