নারাইনের অ্যাকশন নিয়ে প্রশ্ন জাডেজার

সুনীল নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে কি এখনও কোনও সমস্যা আছে? ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা মনে করেন, আছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৪:১১
Share:

সুনীল নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে কি এখনও কোনও সমস্যা আছে? ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা মনে করেন, আছে।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ শুরুর আগে টিভি শোয়ে বসেছিলেন জাডেজা। ছিলেন হর্ষ ভোগলেও। সেখানে পরের মরসুমের জন্য বিশেষজ্ঞরা একটা দল বানাচ্ছিলেন। জাডেজাকে প্রশ্ন করা হয়, আপনার পছন্দের স্পিনার কে হবে? উত্তরে জাডেজা হাসতে হাসতে বলেন, ‘‘সুনীল নারাইন। যদি ওকে এ ভাবে চাক করতে দেওয়া হয়।’’ যা শুনে অবাক হয়ে যান বাকিরা। জাডেজা আরও বলেন, ‘‘কেন, হায়দরাবাদ ম্যাচে নারাইনের প্রথম দু’টো ডেলিভারির কথা মনে নেই?’’

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আগে সাসপেন্ড হয়েছিলেন নারাইন। পরে অ্যাকশন শুধরে ফিরে এসেছেন তিনি। কিন্তু দেখা যাচ্ছে, এখনও তাঁর অ্যাকশন নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। তবে জাডেজা এটা মজা করে বলেছেন, না তিনি সত্যিই মনে করেন, নারাইনের অ্যাকশনে সমস্যা আছে, সেটা পরিষ্কার নয়।

Advertisement

এ বছর অবশ্য বলের থেকেও বেশি ব্যাট হাতে ম্যাজিক দেখিয়েছেন নারাইন। ওপেনার হিসেবে অর্ধেক ম্যাচে রান পেয়েছেন।

তবে এটা পরিষ্কার, দুই অধিনায়কের দৌড়ে রোহিত শর্মা শুক্রবার হারিয়ে দিলেন গৌতম গম্ভীরকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যাচে টিম বাছা থেকে শুরু করে বোলিং পরিবর্তন— সব ব্যাপারেই এগিয়ে ছিলেন রোহিত। এই ম্যাচে আইপিএলের অন্যতম সফল বোলার হরভজন সিংহকে বাইরে রেখে ক্রুনাল পাণ্ড্যকে দলে রেখেছিল মুম্বই। অন্য স্পিনার হিসেবে ছিলেন কর্ণ শর্মা। দু’জনেই সফল। কর্ণ বলে, ক্রুনাল ব্যাটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement