কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কোন ক্রিকেটারকে শ্রেয়সের বদলে বেছে নেন, সেই দিকে নজর থাকবে। —ফাইল চিত্র
কলকাতা দলে বাঙালি ক্রিকেটার নেই। বাংলার ক্রিকেটারও নেই। তবে শোনা যাচ্ছে, বাংলার এক ক্রিকেটারকে নিয়ে আলোচনা চলছে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। শ্রেয়স আয়ারের বদলি নেবে কলকাতা। সেখানেই নাম উঠে আসছে অভিমন্যু ঈশ্বরনের। তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত নয়।
অভিমন্যু কলকাতায় রয়েছেন। কিছু দিন আগে যদিও তিনি বেঙ্গালুরুতে ছিলেন। বাংলার ওপেনারকে নিয়ে নাইট দল ভাবছে বলে শোনা যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিমন্যু। একের পর এক ম্যাচে শতরান করেছেন। ভারতীয় দলেও ডাক পেয়েছিলেন। সেটা যদিও ছিল টেস্ট দলে। কিন্তু অভিমন্যু শুধু লাল বলে নয়, সাদা বলেও যথেষ্ট পারদর্শী। আইপিএলের নিলামে যদিও তাঁকে কেউ কেনেনি। লিস্ট এ ক্রিকেটে ৭৮টি ম্যাচে ৩৩৭৬ রান করেছেন অভিমন্যু। ২৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৭২৮ রান রয়েছে তাঁর। স্ট্রাইক রেট ১২১.৫৩।
ইরানি কাপেও অবশিষ্ট ভারতের হয়ে শতরান করেন অভিমন্যু। ছন্দে থাকা ক্রিকেটারকে দলে নিতে চাইছে কলকাতা। যদিও শুধু অভিমন্যু নয়, শোনা যাচ্ছে প্রিয়ম গর্গের নামও। উত্তরপ্রদেশের তরুণ ব্যাটার ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে ছিলেন। আইপিএল খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটারদের খুব ভাল ভাবেই চেনেন। তিনি কোন ক্রিকেটারকে শ্রেয়সের বদলে বেছে নেন, সেই দিকে নজর থাকবে।