সেরা তিন ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন। ছবি: আইপিএল
আইপিএলে শনিবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে মুম্বইকে ৭ উইকেটে হারাল চেন্নাই। রোহিত ব্যাট হাতে শুরুটা ভাল করলেও বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ধোনি ব্যাট করতেই নামেননি। উইকেটের পিছন থেকে যদিও রিভিউ নেওয়ার ব্যাপারে তাঁর দক্ষতার প্রমাণ দিলেন আবার। সেই ম্যাচের সেরা তিন ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন।
রবীন্দ্র জাডেজা: বল হাতে দাপট দেখালেন জাডেজা। তিনটি উইকেট তুলে নিলেন তিনি। জাডেজা এসে প্রথম ওভারেই তুলে নেন ঈশান কিশনকে। সবে হাত খুলতে শুরু করেছিলেন তিনি। কিন্তু জাডেজার সামনে সে ভাবে বুঝে ওঠার আগেই আউট হয়ে গেলেন তরুণ উইকেটরক্ষক। ক্যামেরন গ্রিনের উইকেটও নেন জাডেজা। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন জাড্ডু। গত ম্যাচে দাপট দেখানো তিলক বর্মাকেও আউট করেন জাডেজা। এলবিডব্লিউ হন তিনি। জাডেজার দাপটেই মুম্বইয়ের রানের গতি ধাক্কা খায়।
অজিঙ্ক রাহানে: বল হাতে দিনটা যদি জাডেজার হয়, তো ব্যাট হাতে ছিল রাহানের। দলের হয়ে প্রথম বার খেলতে নেমেই ‘বুড়ো’ হাড়ের ভেলকি দেখালেন তিনি। ২৭ বলে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিলেন মুম্বইকর। ঘরের মাঠেই মুম্বইকে রাহানে। নিলামে রাহানেকে কেনার সাফল্য পেল চেন্নাই।
মহেন্দ্র সিংহ ধোনি: তিনি ব্যাট করেননি। কিন্তু উইকেটের পিছন থেকেই ছাপ রেখে গেলেন। রিভিউ নেওয়া হোক বা বোলার পরিবর্তন। নেতৃত্ব দিয়েই সেরার তালিকায় ঢুকে পড়লেন তিনি। পেসাররা যখন মার খাচ্ছে সেই সময় জাডেজাকে এনে ম্যাচ ঘুরিয়ে দিলেন ধোনি। সেই সঙ্গে সূর্যকুমার যাদবের উইকেট নেওয়ার পিছনেও কাজ করল ধোনি রিভিউ সিস্টেম। বল সূর্যের গ্লাভসে লেগে ধোনির হাতে গিয়েছিল। রিভিউ নিয়ে উইকেট পেল চেন্নাই। সেখান থেকেই ভেঙে পড়ল মুম্বইয়ের ব্যাটিং।