IPL 2024

৩ মুহূর্ত: মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচের মোড় ঘুরিয়ে দিল যেগুলি

বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সেরা তিনটি মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন। এমন তিনটি মুহূর্ত যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। ম্যাচ জিতে নিল মুম্বই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২৩:১৬
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের সেরা তিনটি মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন। এমন তিনটি মুহূর্ত যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। ম্যাচ জিতে নিল মুম্বই।

Advertisement

বিরাট কোহলির উইকেট: ম্যাচের তৃতীয় ওভারেই আউট হয়ে যান বিরাট। ৯ বলে ৩ রান করেন তিনি। তাঁর উইকেট হারাতেই বড় ধাক্কা খায় বেঙ্গালুরু। সব ম্যাচেই রান করছিলেন বিরাট। কিন্তু বৃহস্পতিবার যশপ্রীত বুমরার বলে খোঁচা দিয়ে ঈশান কিশনের হাতে ক্যাচ দেন তিনি। এর ফলে পাওয়ার প্লে-তে দ্রুত রান তুলতে পারেনি বেঙ্গালুরু। পরে যদিও ১৯৬ রান তোলে তারা। সেটার কৃতিত্ব দিতে হবে দীনেশ কার্তিককে। কিন্তু শুরুতেই বিরাটের উইকেট বেঙ্গালুরুর হারের বড় কারণ হয়ে যায়।

ক্যাচ ফেলেন ম্যাক্সওয়েল: সূর্যকুমার যাদবের ক্যাচ ফেলে দেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই সময় সূর্য মাত্র ১৯ রান করেছিলেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা ম্যাক্সওয়েলের হাতে বল তুলে দিয়েছিলেন সূর্য। কিন্তু বল এত জোড়ে ম্যাযওয়েলের কাছে যায় যে ধরতে পারেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তাঁর হাত ফেটে যায়। সহজ ক্যাচ ছিল। বল হাতে এসেও গিয়েছিল। কিন্তু বল ধরতে পারলেন না ম্যাক্সওয়েল।

Advertisement

পাওয়ার প্লে-তে ঈশান-ঝড়: মুম্বইয়ের ইনিংসে পাওয়ার প্লে-তে ওঠে ৭২ রান। এর মধ্যে ৫৫ রান করেন ঈশান। ২৫ বলে ৫৫ রান করে ম্যাচ নিজেদের পকেটে ভরে নেন তিনি। ঈশানের ওই ইনিংসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৯৭ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই মুম্বই ম্যাচ জেতার ইঙ্গিত দেয়। ২৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেও নেয় মুম্বই। এর নেপথ্যে অবশ্যই ঈশানের সেই ইনিংস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement