দুরন্ত জয় সানরাইজার্স হায়দরাবাদের।ফাইনালে বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে আইপিএলকে নতুন চ্যাম্পিয়ন দিল হায়দরাবাদ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ২০৮ রান তোলে হায়দরাবাদ। ৬৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বল হাতে যেভাবে সাফল্য আসেনি বেঙ্গালুরুর ব্যাট হাতেও লড়াইটা দিতে ব্যর্থ বিরাট কোহালিরা। বেঙ্গালুরুর হয়ে তিনটি উইকেট নিলেন জর্ডন। জোড়া উইকেট অরবিন্দ। একটি উইকেট চাহালের। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০০তেই গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। দুই ওপেনার ক্রিস গেইল (৭৬) ও বিরাট কোহালি (৫৪) শক্ত ভীত তৈরি করে দিলেও এর পরের কোনও ব্যাটসম্যানই ক্রিজে টিকতে পারেননি। হায়দরাবাদের হয়ে জোড়া উইকেট কাটিংয়ের। একটি করে উইকেট স্রান, মুস্তাফিজুর ও শর্মার।
• আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ।
• ২০ ওভারে বেঙ্গালুরু ২০০/৭।
• শেষ বলে বাউন্ডারি সচিন বেবির। কিন্তু শেষ রক্ষা হল না।
• ১ বলে ১৩ রান দরকার বেঙ্গালুরুর।
• ৩ বলে ১৫ রান দরকার বেঙ্গালুরুর।
• জর্ডন রান আউট... করলেন ৩ রান।
• আউট...
• শেষ ওভারে ব্যাট করতে এসেছেন ভুবনেশ্বর কুমার।
• ১৯ ওভারে বেঙ্গালুরু ১৯১/৬।
• সচিন বেবির ছক্কা।
• দুরন্ত মুস্তাফিজুর।
• ক্যাচ ড্রপ।
• মুস্তাফিজের বলে রান আউট স্টুয়ার্ট বিনি হুদার থ্রো। বিনি করলেন ৯ রান।
• আউট...
• ভুবনেশ্বরকে বিনির বাউন্ডারি।
• ভুবনেশ্বর কুমারকে খেলতেই পারছেন না স্টুয়ার্ট বিনি, সচিন বেবি।
• এই ওভার থেকে এল ১০ রান।
• ১৭ ওভারে বেঙ্গালুরু ১৭২/৫।
• মুস্তাফিজুরকে বিনির ছক্কা।
• মুস্তাফিজুরের বলে এনরিকসকে ক্যাচ দিয়ে আউট ওয়াটসন। করলেন ১১ রান।
• আউট...
• এই ওভার থেকে এল মাত্র ৪ রান।
• ১৬ ওভারে বেঙ্গালুরু ১৬২/৪।
• কাটিংয়ের বলে বোল্ড লোকেশ রাহুল। করলেন ১১ রান।
• আউট...
• ৫ ওভারে বেঙ্গালুরুর দরকার ৫১ রান।
• এই ওভার থেকে এল ৯ রান।
• ১৫ ওভারে বেঙ্গালুরু ১৫৮/৩।
• ওয়াটসনের ছক্কা এনরিকসকে।
• ৩৩ বলে দরকার ৫৭ রান। হাতে রয়েছে ৭ উইকেট।
• এই ওভার থেকে এল ৮ রান ও এক উইকেট।
• ১৪ ওভারে বেঙ্গালুরু ১৪৯/৩।
• লোকেশ রাহুলের সঙ্গে ব্যাট করতে এলেন ওয়াটসন।
• বিপুল শর্মার বলে এনরিকসকে ক্যাচ দিয়ে আউট ডি ভিলিয়ার্স। করলেন মাত্র ৫ রান।
• আউট...
• ডি ভিলিয়ার্সের সঙ্গে ব্যাট করতে এলেন লোকেশ রাহুল।
• এই ওভার থেকে এল ১২ রান ও এক উইকেট।
• ১৩ ওভারে বেঙ্গালুরু ১৪১/২।
• ১০০০ রান করা হল না কোহালির।
• স্রানের বলে বোল্ড বিরাট কোহালি। করলেন ৫৪ রান।
• আউট...
• স্রানকে ছক্কা হাঁকিয়ে কোহালি হাফ সেঞ্চুরি করলেন।
• এই ওভার থেকে এল ৯ রান।
• ১২ ওভারে বেঙ্গালুরু ১২৯/১।
• বিপুল শর্মাকে কোহালির বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ৮ রান।
• ১১ ওভারে বেঙ্গালুরু ১২০/১।
• কাটিংকে বাউন্ডারি কোহালির।
• ব্যাট করতে এসেছেন এবি ডিভিলিয়ার্স।
• বিরাট কোহালি ব্যাট করছেন ৩২ রানে।
• কাটিংয়ের বলে বিপুল শর্মাকে ক্যাচ দিয়ে আউট ক্রিস গেইল। করলেন ৭৬ রান।
• আউট...
• এই ওভার থেকে এল ১২ রান।
• ১০ ওভারে বেঙ্গালুরু ১১২/০।
• মুস্তাফিজুরকে কোহালির বাউন্ডারি, ওভার বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ২১ রান।
• ৯ ওভারে বেঙ্গালুরু ১০০/০।
• গেইলের বাউন্ডারি।
• এনরিকসকে গেইলের জোড়া ছক্কা।
• এনরিকসকে কোহালির বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ১০ রান।
• ৮ ওভারে বেঙ্গালুরু ৭৯/০।
• কাটিংকে গেইলের ছক্কা।
• এই ওভার থেকে এল ১০ রান।
• ৭ ওভারে বেঙ্গালুরু ৬৯/০।
• ৬ ওভারে হায়দরাবাদেরও ছিল ৫৯ রান। সেদিক থেকে দেখতে গেলে একই গতিতে এগোচ্ছে বেঙ্গালুরুও।
• ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করলেন গেইল।
• এনরিকসকে গেইলের ছক্কা।
• এই ওভার থেকে এল মাত্র ৪ রান।
• ৬ ওভারে বেঙ্গালুরু ৫৯/০।
• মুস্তাফিজুরের ওভারে রানের রাশ কিছুটা টানল।
• বল করতে এসেছেন মুস্তাফিজুর।
• এই ওভার থেকে এল ১৩ রান।
• ৫ ওভারে বেঙ্গালুরু ৫৫/০।
• কাটিংকে গেইলের ওভার বাউন্ডারি, বাউন্ডারি পর পর।
• এই ওভার থেকে এল ১৬ রান।
• ৪ ওভারে বেঙ্গালুরু ৪২/০।
• স্রানকে গেইলের জোড়া ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ৮ রান।
• ৩ ওভারে বেঙ্গালুরু ২৬/০।
• ভুবনেশ্বরকে গেইলের বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ১৩ রান।
• ২ ওভারে বেঙ্গালুরু ১৮/০।
• স্রানকে গেইলের ছক্কা।
• এই ওভার থেকে এল ৫ রান।
• ১ ওভারে বেঙ্গালুরু ৫/০।
• ভুবনেশ্বর কুমারকে কোহালির বাউন্ডারি।
• ব্যাট করতে নেমেছেন ক্রিস গেইল ও বিরাট কোহালি।
• বেঙ্গালুরুর ব্যাটিং শুরু।
• বেন কাটিং ১৫ বলে করলেন ৩৯ রান করে অপরাজিত থাকলেন। ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি, ৪ টি ওভার বাউন্ডারি।
• ২০ ওভারে হায়দরাবাদ ২০৮/৭।
• ইনিংসের শেষ বলে আবার ওভার বাউন্ডারি কাটিংয়ের।
• কাটিংয়ের প্রথম ছক্কায় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে চলে গেছে বল।
• ওয়াটসনকে কাটিংয়ের পর পর বাউন্ডারি, জোড়া ওভার বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ১৬ রান আর এক উইকেট।
• ১৯ ওভারে হায়দরাবাদ ১৮৪/৭।
• জর্ডনকে কাটিংয়ের বাউন্ডারি।
• জর্ডনকে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই চাহালকে ক্যাচ দিয়ে আউট বিপুল শর্মা। করলেন মাত্র ৫ রান।
• আউট...
• এই ওভার থেকে এল ১২ রান।
• ১৮ ওভারে হায়দরাবাদ ১৬৮/৬।
• ওয়াটসনকে কাটিংয়ের ছক্কা ও বাউন্ডারি পর পর।
• ৭ রান করে রান আউট নমন ওঝা।
• আউট...
• এই ওভার থেকে এল ৯ রান।
• ১৭ ওভারে হায়দরাবাদ ১৫৬/৫।
• বেন কাটিংয়ের সঙ্গে ব্যাট করতে এসেছেন নমন ওঝা।
• জর্ডনের বলে ওয়াটসনকে ক্যাচ দিয়ে আউট যুবরাজ। করলেন ২৮ রান।
• আউট...
• এই ওভারে এল ৭ রান।
• ১৬ ওভারে হায়দরাবাদ ১৪৭/৪।
• অরবিন্দের বলে কোহালিকে ক্যাচ দিয়ে আউট হুদা। করলেন ৩ রান।
• আউট...
• অরবিন্দের ওভারে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করলেন যুবরাজ।
• এই ওভার থেকে এল ১৩ রান।
• ১৫ ওভারে হায়দরাবাদ ১৪০/৩।
• চাহালকে যুবরাজের পর পর ওভার বাউন্ডারি, বাউন্ডারি।
• যুবরাজের সঙ্গে ব্যাট করতে এলেন দীপক হুদা।
• এই ওভার থেকে এল ৭ রান ও একটি উইকেট।
• ১৪ ওভারে হায়দরাবাদ ১২৭/২।
• ৩৮ বলে ওয়ার্নার করলেন ৬৯ রান। ৮টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।
• অরবিন্দের বলে ইকবাল আবদুল্লাহকে ক্যাচ দিয়ে আউট ওয়ার্নার। করলেন ৬৯ রান।
• আউট...
• চাহালের ওভারে এল মাত্র ৪ রান।
• ১৩ ওভারে হায়দরাবাদ ১২০/২।
• ৬৪ রানে ওয়ার্নার ও ১৬ রানে যুবরাজ ব্যাট করছেন।
• এই ওভার থেকে এল ১৩ রান।
• ১২ ওভারে হায়দরাবাদ ১১৬/২।
• জর্ডনকে যুবরাজের পর পর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ৬ রান।
• ১১ ওভারে হায়দরাবাদ ১০৩/২।
• ওয়াটসনকে যুবরাজের বাউন্ডারি।
• ওয়ার্নারের সঙ্গে ব্যাট করতে এসেছেন যুবরাজ সিংহ।
• এই ওভার থেকে এল ৯ রান।
• ১০ ওভারে হায়দরাবাদ ৯৭/২।
• ডেভিড ওয়ার্নার ব্যাট করছেন ৬১ রানে।
• জর্ডনের বলে চাহালকে ক্যাচ দিয়ে আউট এনরিকস। করলেন মাত্র ৪ রান।
• আউট...
• জর্ডনকে ওয়ার্নারের পর পর বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ১৩ রান।
• ৯ ওভারে হায়দরাবাদ ৮৮/১।
• লোকেশ রাহুল ওয়ার্নারের ক্যাচ ফেললেন।
• বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার।
• চাহালকে ওয়ার্নারের জোড়া বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ১০ রান।
• ৮ ওভারে হায়দরাবাদ ৭৫/১।
• ব্যাট করতে এসেছেন এনরিকস।
• ইকবাল আবদুল্লাহকে ওয়ার্নারের ওভার বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ৬ রান ও এক উইকেট।
• ৭ ওভারে হায়দরাবাদ ৬৫/১।
• চাহালের বলে বাউন্ডারিতে জর্ডনকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন শিখর ধবন। করলেন ২৮ রান।
• আউট....
• এই ওভার থেকে এল ১৩ রান।
• ৬ ওভারে হায়দরাবাদ ৫৯/০।
• গেইলকে ওয়ার্নারের ওভার বাউন্ডারি।
• গেইলকে বাউন্ডারি ধবনের।
• এই ওভার থেকে এল ১৯ রান।
• ৫ ওভারে হায়দরাবাদ ৪৬/০।
• ওয়াটসনকে ওয়ার্নারের বাউন্ডারি।
• এবার সেই ওয়াটসনকেই ছক্কা শিখর ধবনের।
• আবার ছক্কা।
• এটিই ম্যাচের প্রথম ওভার বাউন্ডারি।
• প্রথম তাঁকে ছক্কা হাঁকালেন ওয়ার্নার।
• বল করতে এলেন এসেছেন ওয়াটসন।
• এই ওভার থেকে এল ৬ রান।
• ৪ ওভারে হায়দরাবাদ ২৭/০।
• গেইলকে ধবনের বাউন্ডারি।
• ৩ ওভারে হায়দরাবাদ ২১/০।
• অরবিন্দকে ওয়ার্নারের জোড়া বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ৫ রান।
• ২ ওভারে হায়দরাবাদ ১২/০।
• নিজের বলেই ক্যাচ ফেললেন গেইল।
• বল করতে এসেছেন ক্রিস গেইল।
• ১ ওভারে হায়দরাবাদ ৭/০।
• অরবিন্দকে ধবনের বাউন্ডারি।
• বল করছেন শ্রীনাথ অরবিন্দ।
• হায়দরাবাদের হয়ে ব্যাট করতে নেমেছেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধবন।
• খেলা শুরু।