কিংস একাদশ পঞ্জাব ১১১/৯ (২০ ওভার)
দিল্লি ডেয়ার ডেভিলস ১১৩/২ (১৩.৩/২০ ওভার)
৩৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জয় দিল্লির
ছক্কা হাঁকিয়ে দিল্লিকে জয় এনে দিলেন নেগি। ৩৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল দিল্লি। প্রথম ম্যাচে কলকাতার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই কিংস একাদশ পঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল জাহির খানের দল। টস জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান জাহির খান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানই তুলতে সক্ষম হন মার্শ, মিলাররা। ওপেন করতে এসে ১ রান করেই রান আউট হয়ে ফেরেন মুরলী বিজয়। আর এক ওপেনারের ব্যাট থেকে আসে ব্যাক্তিগত সর্বোচ্চ রান ৩২।
বাকি আর কেউই ভরসা দিতে পারেননি। মিলারের রান ৯। ম্যাক্স ওয়েল খাতা খুলতেই ব্যর্থ হন। অক্ষর পটেলের রান ১১। ঋদ্ধিমান সাহা মাত্র ৩ রান করে রান আউট হন। বাকি আর কেউই বড় রান করতে পারেননি। জনসনের ৪, মোহিত শর্মার ১৫ ও প্রদীপ সাহুর ১৮ রান দলকে নির্ভরযোগ্য জায়গায় নিয়ে যেতে পারেনি। দিল্লির হয়ে ৪টি উইকেট নেন অমিত মিশ্রা। একটি করে উইকেট জাহির খান, ক্রিস মরিস ও জয়ন্ত যাদব।
জবাবে ব্যাট করতে এসে ১৩.৩ ওভারেই জয় তুলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। কুইন্টন দে কুক ওপেন করতে এসে ৫৯ রান করে অপরাজিত থাকেন। আর এক ওপেনার শ্রেয়াস আয়ার ৩ রান করে ফিরে যাওয়ার পর কুকের সঙ্গে দিল্লি ইনিংসের হাল ধরেন সঞ্জু স্যামসন। করেন ৩৩ রান। শেষ মুহূর্তে ব্যাট করতে এসে জয়সূচক রানটি নেন পবন নেগি। ম্যাচের সেরা হয়েছেন দিল্লির অমিত মিশ্রা।
আরও খবর
ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরলেন ধোনি