IPL Auction 2021

আইপিএলের নিলামে না থেকেও হাজির মহেন্দ্র সিংহ ধোনি

ধোনি, তথা চেন্নাইয়ের ‘থালা’কে অভিনব উপায়ে সম্মান জানাল চেন্নাই সুপার কিংস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৩
Share:

ধোনিকে সম্মান জানাল সিএসকে। ফাইল ছবি

গত বারের আইপিএলে দলের চূড়ান্ত বাজে খেলার পর মহেন্দ্র সিংহ ধোনিকে যখন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা সঞ্চালক ড্যানি মরিসন প্রশ্ন করেছিলেন সেটাই তাঁর শেষ আইপিএল কি না, ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের উত্তর ছিল, “একদমই না।”

Advertisement

সেই ধোনি, তথা চেন্নাইয়ের ‘থালা’কে অভিনব উপায়ে সম্মান জানাল চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার নিলামের টেবিলে প্রত্যেককে হাজির থাকতে দেখা গেল ধোনির জার্সির ৭ নম্বর লেখা হলুদ রংয়ের মাস্ক পরে হাজির হতে।

শুধু তাই নয়, চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির টি-শার্টেও লেখা ছিল, “ডেফিনিটলি নট।” ধোনির হেলিকপ্টার শটের একটি ছবিও ছিল সেই টি-শার্টে। ধোনিকে শ্রদ্ধা জানানোর উদ্যোগ দেখে খুশিতে ফেটে পড়েছেন সিএসকে সমর্থকেরা।

Advertisement

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মইন আলি এবং কৃষ্ণাপ্পা গৌতমকে প্রায় ১৬ কোটি টাকা দিয়ে কিনেছে চেন্নাই। চিপকের পিচে দুই অফ-স্পিনারকে কেনার পিছনেও যে ধোনির বুদ্ধিদীপ্ত মাথা রয়েছে তা নিয়ে সন্দেহ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement