অর্ধশতরানের পথে রায়না। ছবি আইপিএল
গত মরসুমে দুবাইয়ে গেলেও আইপিএল না খেলে মাঝপথে দেশে ফিরেছিলেন তিনি। সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছিল বিস্তর। তবে চতুর্দশ আইপিএলের প্রথম ম্যাচে হলুদ জার্সি গায়ে ফের পুরনো ছন্দে সুরেশ রায়না। তাঁর অর্ধশতরান দলকে জেতাতে পারল না ঠিকই, কিন্তু রায়নার খেলার ভঙ্গি দেখে মুগ্ধ সুনীল গাওস্কর।
বলেছেন, “যে ভাবে ফিরে এল তা খুব, খুব কঠিন ছিল। সমর্থকদের প্রত্যাশা আকাশছোঁয়া। ওরা কোনওদিনই চায় না আপনি ব্যর্থ হোন। সব সময়ে সাফল্য দাবি করে। ফেরার আগে রায়না নিশ্চয়ই চাপটা বুঝতে পেরেছিল। তাই জন্যেই ধীর গতিতে শুরু করেছিল। প্রতি বলে খুচরো রান নিচ্ছিল। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে। রায়নাকে কুর্নিশ। অসাধারণ প্রত্যাবর্তন।”
শনিবার ফাফ ডুপ্লেসি এবং ঋতুরাজ গায়কোয়াড়কে অল্প রানেই হারায় সিএসকে। মইন আলিকে সঙ্গে নিয়ে চেন্নাইয়ের ইনিংসকে দাঁড় করান রায়না। দলকে ভদ্রস্থ রানে পৌঁছতে সাহায্য করেন।