IPL 2021

প্রথম ম্যাচেই অর্ধশতরান! সুরেশ রায়নার প্রত্যাবর্তন দেখে মুগ্ধ সুনীল গাওস্কর

চতুর্দশ আইপিএলের প্রথম ম্যাচে হলুদ জার্সি গায়ে ফের পুরনো ছন্দে সুরেশ রায়না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৩:৪০
Share:

অর্ধশতরানের পথে রায়না। ছবি আইপিএল

গত মরসুমে দুবাইয়ে গেলেও আইপিএল না খেলে মাঝপথে দেশে ফিরেছিলেন তিনি। সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছিল বিস্তর। তবে চতুর্দশ আইপিএলের প্রথম ম্যাচে হলুদ জার্সি গায়ে ফের পুরনো ছন্দে সুরেশ রায়না। তাঁর অর্ধশতরান দলকে জেতাতে পারল না ঠিকই, কিন্তু রায়নার খেলার ভঙ্গি দেখে মুগ্ধ সুনীল গাওস্কর

Advertisement

বলেছেন, “যে ভাবে ফিরে এল তা খুব, খুব কঠিন ছিল। সমর্থকদের প্রত্যাশা আকাশছোঁয়া। ওরা কোনওদিনই চায় না আপনি ব্যর্থ হোন। সব সময়ে সাফল্য দাবি করে। ফেরার আগে রায়না নিশ্চয়ই চাপটা বুঝতে পেরেছিল। তাই জন্যেই ধীর গতিতে শুরু করেছিল। প্রতি বলে খুচরো রান নিচ্ছিল। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে। রায়নাকে কুর্নিশ। অসাধারণ প্রত্যাবর্তন।”

শনিবার ফাফ ডুপ্লেসি এবং ঋতুরাজ গায়কোয়াড়কে অল্প রানেই হারায় সিএসকে। মইন আলিকে সঙ্গে নিয়ে চেন্নাইয়ের ইনিংসকে দাঁড় করান রায়না। দলকে ভদ্রস্থ রানে পৌঁছতে সাহায্য করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement