MS Dhoni

IPL 2021: ধোনিকেই সেরা ফিনিশার বলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক

নিজের দলের বোলাররা যে ভুল করেছে সেটাও মেনে নিলেন পন্টিং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৬:৩৫
Share:

মহেন্দ্র সিংহ ধোনি টুইটার

ছয় বলে ১৮ রানের ইনিংস। আর তাতেই সকলকে চমকে দিয়েছেন এমএস ধোনি। বেশ কিছু দিন ধরে তাঁর ছন্দ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে রবিবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফের দেখা গিয়েছে ফিনিশার ধোনিকে। যা দেখে মোহিত দিল্লি ক্যাপিটালস কোচ এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং

Advertisement

ম্যাচের পর পন্টিং বলেন, ‘‘ধোনি অন্যতম সেরা ফিনিশার। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ও অবসর নেওয়ার পরেও সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হিসেবেই ওর নাম লেখা থাকবে। আমরা বাইরে বসে এটাই ভাবছিলাম। রবীন্দ্র জাডেজা নয়, ধোনি নেমে ম্যাচটা ঠাণ্ডা মাথায় শেষ করতে চাইবে।’’

নিজের দলের বোলাররা যে ভুল করেছে, সেটাও মেনে নিলেন পন্টিং। তিনি বলেন, ‘‘আমরা ওর বিরুদ্ধে সে ভাবে কিছু করতে পারিনি। একবার সুযোগ দিলে খেসারত দিতে হবে, সেটা জানতাম। আর সেটাই হয়েছে। দীর্ঘদিন ধরেই ও এই কাজটা করে আসছে।’’

Advertisement

ঋষভ পন্থদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য দুই বল বাকি থাকতেই তুলে নেয় চেন্নাই। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। অধিনায়ক ধোনির ব্যাটে ভর করেই নবম বার আইপিএল-এর ফাইনালে উঠল সিএসকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement