মঙ্গলবার মুম্বই ম্যাচে ধওয়ন। ছবি আইপিএল
মাঠ বদলালেও শিখর ধওয়নের ছন্দে কোনও বদল নেই। ওয়াংখেড়ের পর চেন্নাইয়ে এসেও তাঁর ব্যাটে রান অব্যাহত। তবে মঙ্গলবার দল জিতলেও ধওয়ন নিজে শেষ পর্যন্ত থাকতে পারেননি। ম্যাচের পর তাই আক্ষেপ করলেন দিল্লির ব্যাটসম্যান।
৪২ বলে ৪৫ করে ১৫তম ওভারে রাহুল চাহারের বলে আউট হয়ে ফিরে যান ধওয়ন। ম্যাচের পর বললেন, “ওয়াংখেড়ে থেকে চেন্নাইয়ে এসে জিতে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে হারালে সবসময়েই ভাল লাগে। আত্মবিশ্বাস এমনিই বেড়ে যায়।”
ধওয়নের সংযোজন, “জানতাম যে বল ভিজে গেলে ওদের পক্ষে কাজ কঠিন হয়ে দাঁড়াবে। স্পিনারদের পক্ষেও বল করা কঠিন হয়ে যাবে। তাই জন্যেই চেয়েছিলাম লম্বা জুটি তৈরি করতে। ললিত যাদবের সঙ্গে সেটা করেওছি। কিন্তু ম্যাচ শেষ করে আসতে না পারার দুঃখ থাকবেই।”
আগামী রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে দিল্লি।