হার্দিক পাণ্ড্য ফাইল চিত্র
আইপিএল-এর দ্বিতীয় পর্বে পর পর দুটি ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। দুটি ম্যাচেই দলে ছিলেন না অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। আইপিএল শেষ হলেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। তবে কি হার্দিকের চোট এখনও সারেনি? দুশ্চিন্তায় ছিলেন ক্রিকেট অনুরাগীরা। তবে তাঁদের আশ্বস্ত করলেন মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড।
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হার্দিক। সামনে টি২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না মুম্বই ইন্ডিয়ান্স। বন্ড বলেন, “আশা করি পরের ম্যাচ থেকেই ওকে পাওয়া যাবে। আমরাও ওকে দলে পেতে চাই। তবে মাথায় রাখতে হবে সামনেই টি২০ বিশ্বকাপ রয়েছে। ভারতীয় দলে ওর একটা ভূমিকা রয়েছে। সেই কারণে বেশি ঝুঁকি নিতে চাই না আমরা। সম্পূর্ণ সুস্থ হয়েই ও মাঠে নামবে।”
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ রানে হারের পর বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সাত উইকেটে হেরে গিয়েছে মুম্বই। তবে প্লে-অফে যাওয়ার ব্যাপারে আশাবাদী বন্ড। প্রতিযোগিতার শেষ দিকের ম্যাচগুলিতে হার্দিককে দরকার হবে বলে মনে করেন বন্ড।
তিনি বলেন, “শেষ কিছু ম্যাচে হার্দিককে দরকার। তবে আমরা চাই ও সুস্থ হয়ে ফিরুক। পুরো সুস্থ না হলে খেলতে খেলতে ফের চোট লাগলে আমাদের দল শুধু নয়, ভারতীয় দলেরও বিরাট ক্ষতি হবে। সেটা আমরা একেবারেই চাই না।”