এবি ডিভিলিয়ার্স টুইটার
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাট কোহলীদের দল পরিচালন সমিতিকে ‘অপরাধী’ বললেন ডেল স্টেন। তাঁকে সমর্থন করলেন সুনীল গাওস্করও। আরসিবি-র দল পরিচালন সমিতির ‘অপরাধ’, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবি ডিভিলিয়ার্সকে ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো। ড্যান ক্রিশ্চিয়ান তিন নম্বরে নামেন। চার নম্বরে নামেন শ্রীকর ভরত। ছয় নম্বরে ব্যাট করতে নামায় ডিভিলিয়ার্স সে ভাবে বড় রান করতে পারেননি। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে হেরে যায় ব্যাঙ্গালোর।
সম্প্রচারকারী সংস্থার সাক্ষাৎকারে স্টেন বলেন, ‘‘ভাল করে দেখলে বোঝা যাবে, দ্বিতীয় পর্বে শেষ ওভারগুলোতে খুব বেশি রান ওঠেনি। ডিভিলিয়ার্স সেখানে পরে নেমে কী করবে? উইকেট থেকেও ব্যাটাররা তেমন সাহায্য পাচ্ছেন না। তাই ওকে আরও বেশি সময় ব্যাট করতে দেওয়া উচিত। মাত্র ১৩ বল খেলতে পেরেছে ও। ডিভিলিয়ার্সের সঙ্গে এটা করা অপরাধ।’’
স্টেনকে সমর্থন করেছেন গাওস্করও। ভারতের প্রাক্তন ব্যাটার বলেন, ‘‘ও শুধু রান পাচ্ছে বলে নয়, ওর ব্যাটিং দেখতে ভাল লাগে। তাই ও আরও বেশি সময় ব্যাট করুক, সেটাই চাই। ভরতকে ছোট না করেই বলছি, এত বড় মঞ্চে তিন বা চারে ওকে ব্যাট করতে পাঠানোর কোনও মানে নেই। অন্তত চার অথবা পাঁচ নম্বরে ডিভিলিয়ার্সকে পাঠানো উচিত। সবচেয়ে ভাল হয় গ্লেন ম্যাক্সওয়েলকে চারে পাঠিয়ে ডিভিলিয়ার্সকে পাঁচে পাঠালে।’’