kolkata knight riders

IPL 2021: চোট সারিয়ে নেমেই তিন উইকেট, কাদের কৃতিত্ব দিচ্ছেন কেকেআর-এর লকি ফার্গুসন

strap: চোট সারিয়ে ফের আইপিএল-এ খেলতে পারায় কেকেআর চিকিৎসকদের কৃতিত্ব দিচ্ছেন ফার্গুসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ২১:৪৭
Share:

লকি ফার্গুসন টুইটার

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দলের প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত করেছেন কলকাতা নাইট রাইডার্সের লকি ফার্গুসন। চোট সারিয়ে দলে ফিরেই দারুণ ছন্দে নিউজিল্যান্ডের বোলার। বৃহস্পতিবার জয়ের পর উচ্ছ্বসিত ফার্গুসন। প্রশংসা করলেন দলের চিকিৎসকদের।

Advertisement

চোট সারিয়ে ফের আইপিএল-এ খেলতে পারায় কেকেআর চিকিৎসকদের কৃতিত্ব দিচ্ছেন ফার্গুসন। তিনি বলেন, ‘‘বরফ দিয়েছি, জগিং করেছি। দলের চিকিৎসকরা দারুণ চিকিৎসা করেছেন। ফলে খেলায় ফিরতে পেরেছি।’’

নিজের বোলিং নিয়েও খুশি ফার্গুসন। তবে জয়ের জন্য ব্যাটারদেরই কৃতিত্ব দিতে চান তিনি। ফার্গুসন বলেন, ‘‘আমি শুধু সঠিক জায়গায় নিজের মত বল করার চেষ্টা করে গিয়েছি। এই জয়ে ব্যাটারদের কৃতিত্ব অনেক বেশি।’’

Advertisement

দলের আরও এক বোলার শিবম মাভির প্রশংসা করলেন ফার্গুসন। তিনি বলেন, ‘‘ও তরুণ হলেও দারুণ বোলার। পরিকল্পনা করে, আর ঠিক সেই অনুযায়ী বল করে। কিছু সময় ও দুর্ভাগ্যের শিকার হয়, এটা ঠিক। তবে গত কয়েক বছর ধরে ওকে উন্নতি করতে দেখে বেশ ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement