ধোনিদের সুদিন ফিরবে? ফাইল ছবি
আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ক্রিকেটার ছাড়ার তালিকা দেখে চিন্তিত স্কট স্টাইরিস। নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার মনে করছেন, দল গঠন নিয়ে নিজেদের চিন্তাধারা না বদলালে এবারেও ভুগতে হবে মহেন্দ্র সিংহ ধোনিদের।
কেদার যাদব, হরভজন সিংহ, শেন ওয়াটসন, পীযূষ চাওলা, মুরলী বিজয় এবং মনু সিংহকে ছেড়েছে সিএসকে। কিন্তু দলে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি ধোনি গত মরশুমে দিয়েছিলেন, তাঁর ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। উল্টে রাজস্থান রয়্যালস থেকে ৩৫ বছর বয়সী রবিন উথাপ্পাকে নেওয়া হয়েছে।
স্টাইরিস বলেছেন, “আমার মনে হয় ওদের হাত বাঁধা। গত তিন বছর ধরে ওরা ‘ওল্ড ইজ গোল্ড’ ফরমুলা মেনে চলেছে এবং সাফল্য পেয়েছে। কিন্তু গত মরশুম ওদের পরিকল্পনা ধাক্কা খেয়েছে। দলে তরুণ ক্রিকেটার আনার কথা ধোনিও বলেছিল। কিন্তু সেটা কেন মানা হচ্ছে না, জানি না।”
পরিস্থিতি যা, তাতে সিএসকে-কে এবারও নির্ভর করতে হবে অম্বাতি রায়দু, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়নাদের উপরেই। আপাতত সিএসকে-র পকেটে সাড়ে ২২ কোটি টাকা রয়েছে। স্টাইরিসের মতে, ভেবেচিন্তে প্রতিভাবান ঘরোয়া ক্রিকেটারদের পিছনে তা খরচ করা উচিত।
স্টাইরিস বলেছেন, “ওরা বড়সড় সমস্যায় রয়েছে। ভাবা হয়েছিল প্রবীণ ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হবে। দু’জন হয়তো রয়েছে সেই তালিকায়। কিন্তু দলের মূলশক্তি কারা? দলের টপ অর্ডারের দিকে তাকিয়ে দেখুন। ওরা কিন্তু সে ভাবে ক্রিকেট খেলছে না। সিএসকে-র এখনও অনেক কাজ বাকি।”