IPL 2021

কোহালিদের ব্যাটিং পরামর্শদাতা হচ্ছেন সঞ্জয় বাঙ্গার

এ বারেই প্রথম নয়, আগেও আইপিএলে দলের দায়িত্ব সামলেছেন বাঙ্গার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩০
Share:

নতুন ব্যাটিং পরামর্শদাতা পাল্টে দিতে পারবেন কোহালিদের আইপিএল ভাগ্য? —ফাইল চিত্র

একসময় তিনি ছিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ। সেই সঞ্জয় বাঙ্গারকেই ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। বিরাট কোহালিদের পরামর্শ দেওয়ার দায়িত্ব পেলেন তিনি।

Advertisement

২০১৪ সালে ভারতীয় দলের কোচ হয়ে আসেন রবি শাস্ত্রী। সেই সময় ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন বাঙ্গার। ২০১৯ বিশ্বকাপ অবধি দায়িত্ব পালন করেন তিনি। তার পর সেই দায়িত্বে আসেন বিক্রম রাঠৌর। জাতীয় স্তরে বহু দিন বিরাটদের সামলানোর অভিজ্ঞতা ঝুলিতে নিয়েই এ বার তিনি আইপিএলেও ভারত অধিনায়কের দলে। এমনটাই জানানো হয়েছে আরসিবি-র পক্ষ থেকে। বুধবার আরসিবি-র তরফে টুইট করে লেখা হয়, ‘২০২১ আইপিএল-এর জন্য সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা আনন্দিত’।

এ বারেই যদিও প্রথম নয়, আগেও আইপিএলে দলের দায়িত্ব সামলেছেন বাঙ্গার। কিংস ইলেভেন পঞ্জাব দলে সহকারী কোচ ছিলেন তিনি। ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার পর ছেড়ে দেন সেই দায়িত্ব। ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে ১২টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছিলেন বাঙ্গার। প্রথম শ্রেণির ক্রিকেটে রেলওয়েজের হয়ে দীর্ঘ দিন খেলেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement