—ফাইল চিত্র
ছন্দ খুঁজে পেলেন হার্দিক পাণ্ড্য? পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩০ বলে ৪০ রানের ইনিংস ইঙ্গিত দিচ্ছে তেমনই। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও তেমনটাই মনে করছেন।
বল করছেন না হার্দিক। ব্যাট হাতে দলকে সাফল্য এনে দেওয়ার চাপ তাই বেশি ছিল তাঁর উপর। সেই কাজটাই করলেন এবং মুম্বইয়ের প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেন। রোহিত বলেন, “হার্দিক যে ভাবে ব্যাট করল, পরিস্থিতিটা যে ভাবে সামলাল, সেটা দলকে যেমন আত্মবিশ্বাস দেবে, তেমনই আত্মবিশ্বাস পাবে ও নিজেও। প্রথমে কিছুটা সময় নিল। তার পর ঠিক মারতে শুরু করল। ক্রিজে থাকাটা ওর জন্য খুব দরকার ছিল। চোট সারিয়ে ফিরছে ও।”
এই জয়ের ফলে সাত নম্বর থেকে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই। তিনি বলেন, “নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি আমরা। তবে বড় প্রতিযোগিতা। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে আমাদের। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আত্মবিশ্বাস দেবে এই জয়। হারা চলবে না।”
পঞ্জাবের বিরুদ্ধে ঈশান কিষাণের বদলে সৌরভ তিওয়ারিকে দলে নেন রোহিত। তিনি বলেন, “ঈশানকে বসিয়ে রাখা কঠিন সিদ্ধান্ত। সৌরভ আজ কাজের কাজটা করেছে। মিডল ওভারে বেশ ভাল খেলেছে ও। সৌরভ আমাদের জন্য খুব প্রয়োজনীয় ক্রিকেটার। আমরা ওর পাশে আছি।”