IPL 2021

IPL 2021: পাল্টে গেল আইপিএল-এর লিগ ম্যাচের সময়, নতুন দুই দলের নাম ঘোষণার দিনও জানাল বোর্ড

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে লিগ পর্বের শেষ দিন একই সময় দু’টি ম্যাচ হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:৪১
Share:

এ বারের আইপিএল-এর শেষ দুই ম্যাচ ৮ অক্টোবর। একই দিনে দু’টি ম্যাচ থাকলে সাধারণত একটি ম্যাচ খেলা হয় দুপুরে, অন্যটি সন্ধেবেলা। তবে ৮ অক্টোবর তেমনটা হবে না।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে লিগ পর্বের শেষ দিন একই সময় দু’টি ম্যাচ হবে। সেই দিন প্রথম ম্যাচ খেলার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। ভারতীয় সময় অনুযায়ী সেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর সাড়ে তিনটে থেকে। কিন্তু তার বদলে সেই ম্যাচ হবে সন্ধে সাড়ে ৭টা থেকে। একই সময় খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস।

বোর্ডের তরফে জানানো হয়েছে ২৫ অক্টোবর নতুন দুই দলের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে আইপিএল-এর (২০২৩ থেকে ২০২৭ সালের) মিডিয়া স্বত্বের জন্য নিলামও ডাকা হবে ওই দিন।

Advertisement

লিগের প্রথম চার দলই খেলতে পারবে নক আউট পর্ব। ১০ অক্টোবর থেকে শুরু হবে নক আউট। ১৫ অক্টোবর ফাইনাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement