জয়ের জন্য কত রান প্রয়োজন, তা ঠিক করে ফেললেন ঋষভ পন্থ। —ফাইল চিত্র
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নামল দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য কত রান প্রয়োজন, তা ঠিক করে ফেললেন ঋষভ পন্থ। টসে হেরে ব্যাট করতে নামার আগে সেটা জানিয়ে দিলেন দিল্লির অধিনায়ক।
পন্থ বলেন, “মন্থর উইকেট। ১৫০ থেকে ১৬০ রান যথেষ্ট। এক একটা ম্যাচ ধরে এগোতে চাই আমরা। আজ জিতলে প্লে অফে চলে যেতে পারব বলে মনে হচ্ছে। পৃথ্বী শ-র চোট রয়েছে। ওর পরিবর্তে স্টিভ স্মিথকে দলে নেওয়া হয়েছে।”
পিচ দেখে ম্যাথু হেডেন বলেন, “পাওয়ার প্লে-র পর ব্যাট করা কঠিন হবে। পাটা উইকেট হলেও ক্রস সিম বলের বিরুদ্ধে খেলা বেশ কঠিন হবে। দুই দলের ওপেনারদের উপর অনেক কিছু নির্ভর করবে।”
লিগ টেবিলে দ্বিতীয় স্থানে দিল্লি। চেন্নাই সুপার কিংসের সঙ্গে একই পয়েন্ট তাদের। চতুর্থ স্থানে কলকাতা। প্লে অফে ওঠার জন্য মঙ্গলবার জয় প্রয়োজন নাইটদের।