মেজাজে রয়েছেন ঋষভ পন্থ। ফাইল চিত্র
প্রতিবার আইপিএল শুরু হওয়ার আগে সব দলের ক্রিকেটাররা একাধিক বিজ্ঞাপনে ব্যস্ত থাকেন। এ বারও ব্যতিক্রম নয়। আসন্ন ক্রোড়পতি লিগ শুরু হওয়ার আগে ক্যামেরার সামনে অনেকটা সময় কাটাচ্ছেন ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানে ও রবিচন্দ্রন অশ্বিন। আর এমনই একটা বিজ্ঞাপনের শুটিংয়ে বেশ মজা করে শুভমন গিলকে টেনে আনলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
কিন্তু অনেকের মনেই প্রশ্ন উঠছে পন্থ কেন হঠাৎ শুভমন গিলের নাম নিলেন? আসলে টেস্ট খেলার সময় ওপেনার শুভমন সবসময় ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করেন। নেট নাগরিকদের দাবি সেই কারণে হয়তো মজার ছলে শুভমনের নাম নিয়েছেন পন্থ।
কয়েক দিন আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন দিল্লির তিন তারকা। ‘বক্স ক্রিকেট’ খেলে সময় কাটাচ্ছিলেন। ১০ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে রাহানের দিকে বল ছুঁড়ে দিচ্ছেন পন্থ। রাহানে সেই বলে গ্লান্স করলে বল গিয়ে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা অশ্বিনের হাতে জমা পড়ছে। আর এরপরেই হঠাৎ সতীর্থ শুভমন গিলের নাম নেন পন্থ।