মহেন্দ্র সিংহ ধোনি ফাইল চিত্র
গত মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন মরসুমে দারুণ খেলছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সাত উইকেটে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে খুশি চেন্নাই অধিনায়ক। দলের ব্যাটসম্যান ও বোলারদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি ধোনি সুযোগ না পাওয়া ক্রিকেটারদেরও কৃতিত্ব দেন। ম্যাচের শেষে তিনি বলেন, ‘‘আমাদের দল গত ৮-১০ বছরে বিশেষ বদলায়নি। ক্রিকেটাররা যারা আমাদের দলে নিয়মিত সুযোগ পায় না তাদেরও আমরা বাহবা দিতে চাই। আর বলতে চাই সুযোগ পাওয়ার ব্যাপারে নিজেদের ওপর বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলো না। তোমাদের সবসময় তৈরি থাকতে হবে। ওরা সাজঘরের পরিবেশ খুব ভাল রাখে। সবসময়ই সেটা খুব জরুরি। আমাদের জয়ে ওদের কৃতিত্বও কম নয়।’’
ধোনি আরও বলেন, ‘‘আমরা আজ অসাধারণ ব্যাটিং করেছি। তবে বোলারেদের কৃতিত্বকে একেবারেই ছোট করব না। দিল্লির এই দারুণ উইকেটও আমাকে চমকে দিয়েছে। শিশিরের প্রভাব ছিল না। ওপেনাররা খুব ভাল খেলেছে।’’
ধোনি মনে করেন তাঁরা খুব তাড়াতাড়ি গতবারের সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পেরেছেন। তিনি বলেন, ‘‘যত তাড়াতাড়ি সমস্যা সমাধান করা যায় ততই ভাল। ৫-৬ মাস আমরা ক্রিকেটের বাইরে ছিলাম। তারপর ফিরে এসে খেলা বেশ কঠিন। তার ওপর বেশ কিছুদিনের নিভৃতবাস আরও কঠিন করে দিয়েছিল আমাদের কাজ। তবে ক্রিকেটাররা অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলছে এ মরসুমে।’’