ছবি পিটিআই।
কেকেআর-এর কাছে হারের পর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচকেই কাঠগড়ায় তুললেন পঞ্জাব কিংস অধিনায়ক কেএল রাহুল। ম্যাচের পর তিনি বলেন, ‘‘আমি জানি না কি বলা উচিত? আমরা খুব খারাপ খেলেছি। আমরা নতুন পিচের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ব্যর্থ হয়েছি। এই পিচের চরিত্র বোঝা খুব কঠিন ছিল। মাঝে মধ্যেই বল ধীরে এসেছে আবার মাঝে মাঝে বেশ গতিতে এসেছে। বল ওঠা নামাও করেছে বারবার।’’
এই পিচ খেলার পক্ষে কঠিন হলেও তাঁদের আরও বেশকিছু রান যোগ করা উচিত ছিল বলে মনে করেন পঞ্জাব কিংস অধিনায়ক। তিনি বলেন, ‘‘আমাদের আরও ২০-৩০ রান যোগ করা উচিত ছিল। এই পিচে ১২০-৩০ রান কখনোই ভাল স্কোর নয়। প্রথম ছয় ওভারে আমরা বড় শট খেলতে পারিনি। বেশকিছু বাজে শটে উইকেট খুইয়েছি।’’
আমদাবাদের পরিস্থিতির সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিয়ে পরের ম্যাচেই জয়ে ফিরতে আশাবাদী রাহুল। তিনি বলেন, ‘‘আমাদের এরপরও বেশকিছু ম্যাচ রয়েছে। আমরা আজকের ভুল থেকে শিক্ষা নিয়ে সেই ম্যাচগুলো খেলতে নামব।’’