Eoin Morgan

IPL 2021: কোহলীদের হারানোর দিনে মর্গ্যানের মুখে শুধু দলের কথা

বিরাট কোহলীর আরসিবি-কে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে চলেছে কেকেআর। অইন মর্গ্যানের নেতৃত্বাধীন দলের খেলা দেখে অনেকেই চমকে গিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ০০:০৪
Share:
অইন মর্গ্যান।

অইন মর্গ্যান। ছবি আইপিএল

বিরাট কোহলীর আরসিবি-কে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে চলেছে কেকেআর। অইন মর্গ্যানের নেতৃত্বাধীন দলের খেলা দেখে অনেকেই চমকে গিয়েছেন। আমিরশাহি-পর্বে তাদের পারফরম্যান্স রীতিমতো চোখে পড়ার মতো। সে কারণেই ম্যাচের পর সতীর্থদের ভূয়সী প্রশংসা করলেন মর্গ্যান।

Advertisement

সোমবারের ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত খেলে মাতিয়ে দিয়েছেন সুনীল নারাইন। তাঁকে নিয়ে মর্গ্যান বললেন, “নারাইন নিজের দিনে যে কোনও কাজকেই খুব সহজ করে দেয়। অসাধারণ বল করেছে আজ। ওর মাথা যেমন ঠান্ডা, তেমনই গুরুত্বপূর্ণ মুহূর্তেও জ্বলে উঠতে পারে। আজ আরসিবি ইনিংসের প্রতিটা মুহূর্তে আমরা উইকেট নিয়েছি, যেটা পরের দিকে অনেক সাহায্য করেছে।”

অনেকেই ভেবেছিলেন কোহলীর দলের বিরুদ্ধে আন্দ্রে রাসেলকে খেলানো হবে। কিন্তু সোমবার দল অপরিবর্তিত রাখেন মর্গ্যান। খেলান শাকিব আল-হাসানকেই। সেই সিদ্ধান্ত কাজে দিয়েছে। তিন স্পিনারে খেলা নিয়ে মর্গ্যান বলেছেন, “আমার তো ব্যাপারটা ভালই লাগে। তিন জন বিশ্বমানের স্পিনার আমাদের দলে রয়েছে। প্রতি মুহূর্তে ওরা উন্নতি করছে। ব্যাটিংয়েও যথেষ্ট গভীরতা তৈরি হয়েছে।”

Advertisement

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই শারজাতেই খেলতে হবে মর্গ্যানদের। তা নিয়ে কেকেআর অধিনায়কের কথায়, “আমাদের কাছে এখানে এসে মানিয়ে নেওয়াটাই সব থেকে বড় ব্যাপার ছিল। এখানে পা রেখেই জানতাম আমাদের একটা সুযোগ রয়েছে। কিন্তু যে ক্রিকেট আমরা খেলেছি সেটা সবাইকে চমকে দিয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement