নীতীশ রানা। ফাইল চিত্র
স্বস্তির নিশ্বাস ফেলতে পারে কলকাতা নাইট রাইডার্স। দলের ব্যাটসম্যান নীতীশ রানার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাঁকে দলের সঙ্গে অনুশীলন করার ছাড়পত্রও দেওয়া হয়েছে। মুম্বইয়ে নিভৃতবাসে থাকার সময় তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।
কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়েছে, ‘গত ২১ মার্চ মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার সময় নীতীশ রানার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ ছিল। এই পরীক্ষা ১৯ মার্চ করা হয়েছিল। নিয়ম মেনে ২২ মার্চ ফের পরীক্ষা করা হয় রানার। সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। কিন্তু ওর কোনও উপসর্গ ছিল না। আইপিএলের নিয়ম মেনে রানাকে ফের নিভৃতবাসে যেতে হয়। বৃহস্পতিবার আবার পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’
গত আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৩৫২ রান করেছিলেন রানা। সব মিলিয়ে আইপিএলে মোট ৬০টি ম্যাচ খেলে ১,৪৩৭ রান করেছেন তিনি। এবারের বিজয় হজারে ট্রফিতেও ভাল খেলেছেন। সেখানে ৭টি ম্যাচে ৩৯৮ রান করেছেন তিনি। গড় ৬৬.৩৩।