স্টাম্প ফসকালেন কার্তিক।
চতুর্থ বার আইপিএল জিতল চেন্নাই সুপার কিংস। ম্যাচের সেরা ফ্যাফ দু’প্লেসি। ৫৯ বলে ৮৬ রান করেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শুরুতেই আউট হতে পারতেন। দীনেশ কার্তিক তাঁর স্টাম্পিং ফসকান। শুরুর সেই ভুলের খেসারৎ দিল কলকাতা নাইট রাইডার্স।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অইন মর্গ্যান। তৃতীয় ওভারে বল করছিলেন শাকিব আল হাসান। তাঁর প্রথম বলেই কার্তিক সুযোগ পেয়ে গিয়েছিলেন স্টাম্প করার। কিন্তু বল ধরতেই পারেননি কার্তিক। নাইটদের উইকেটরক্ষক হেলায় সুযোগ হারান। তখন দু’প্লেসি মাত্র ২ রানে উইকেটে। ফাইনালের মঞ্চে জীবন ফিরে পাওয়া দু’প্লেসি যদিও ভুল করেননি। ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ১৯২ রানে পৌঁছে দেন চেন্নাই ওপেনার।
তবে কলকাতার ইনিংসের সময় মহেন্দ্র সিংহ ধোনিও একটি ক্যাচ ফেলেন। বেঙ্কটেশ আয়ারের ক্যাচ ফেলেছিলেন চেন্নাই অধিনায়ক। ৩২ বলে ৫০ রান করেন বেঙ্কটেশ। যদিও দলকে জেতাতে পারেননি তিনি।
ব্যাট করতে নেমে ৭ বলে ৯ রান করে ফিরে যান কার্তিক। ফাইনালে ব্যাট হাতেও ব্যর্থ হন কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক। তৃতীয় বার আইপিএল জেতার সুযোগ হারায় কলকাতা।