Kapil Dev

Kapil Dev: রণবীর সিংহের ভূমিকায় কপিল দেব! টুইট করলেন সেই ভিডিয়ো

এই সংস্থার বিজ্ঞাপনে আগে দেখা গিয়েছে বেঙ্কটেশ প্রসাদ, শ্রীনাথ, রাহুল দ্রাবিড়, নীরজ চোপড়ার মতো ক্রীড়াবিদদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১৪:৫৩
Share:

অন্য চরিত্রে কপিল।

রণবীর সিংহ। নামটা বললেই মনে আসে অদ্ভুত পোশাক, নাচ, কৌতুক। কপিল দেব। ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর জীবনীচিত্রে যে রণবীর অভিনয় করছেন তা তো সকলের জানা, কিন্তু এ বার রণবীরের চরিত্রে অভিনয় করলেন কপিল। এমনটাই সম্ভব করল এক ক্রেডিট কার্ড সংস্থা।

এমন একটি ভিডিয়ো টুইট করলেন কপিল। তিনি লিখেছেন, ‘হেড হলে আমি কেতাদুরস্ত, টেল হলেও আমি কেতাদুরস্ত।’ ভিডিয়োটিতে দেখা যাচ্ছে গোলাপি রঙের পোশাক পরে টেস্ট ম্যাচ খেলতে নামছেন কপিল। ঝকমকে পোশাক পরে বল করছেন তিনি। যুদ্ধের পোশাক পরে ব্যাট করছেন, সেই বল ক্যাচ নিচ্ছেন তিনিই বাঘছাল ছাপের জামা পরে, মাথায় ঝুটি বেঁধে। শাড়ি পরে বল করছেন কপিল। এমন অদ্ভুত কাণ্ড করলেন গোটা বিজ্ঞাপন জুড়ে। রণবীর হয়ে উঠলেন কপিল।

Advertisement

এই সংস্থার বিজ্ঞাপনে আগে দেখা গিয়েছে বেঙ্কটেশ প্রসাদ, শ্রীনাথ, রাহুল দ্রাবিড়, নীরজ চোপড়ার মতো ক্রীড়াবিদদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement