IPL

আইপিএলের লোগো কাকে দেখে তৈরি, জানালেন বীরেন্দ্র সহবাগ

সহবাগের মতে আইপিএলের লোগোতে শুধুমাত্র এবি ডিভিলিয়ার্সকে দেখেই তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৩:১৭
Share:

এবি ডিভিলিয়ার্সে মজে রয়েছেন সহবাগ। ছবি - টুইটার

নেট মাধ্যমে মজার মন্তব্য করতে বীরেন্দ্র সহবাগের জুড়ি মেলা ভার। হাস্যরসের সঙ্গে ক্রিকেটের জ্ঞানের গুণমুগ্ধ সবাই। এ বার এবি ডিভিলিয়ার্সের ম্যাচ জেতানো ইনিংস দেখে এমনই মজার টুইট করলেন বীরু। তাঁর মতে আইপিএলের লোগোতে শুধুমাত্র এবি ডিভিলিয়ার্সকে দেখেই তৈরি হয়েছে।

Advertisement

গত আইপিএলে ৬ নভেম্বর তাঁকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল। মাঝের সময় কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললেও তাঁর ব্যাটিং ও কিপিংয়ে একফোঁটাও মরচে ধরেনি। চাপের মুখে অনায়াসে ২৭ বলে ৪৮ রান করে গেলেন। তাই তো ডিভিলিয়ার্সে মজে রয়েছেন সহবাগ। টুইটারে লিখলেন, ‘মনের জোর থাকলে ডিভিলিয়ার্সের মতো শক্তি অর্জন করা যায়। ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখে মনে হল আইপিএলের লোগো ওর ব্যাটিং দেখে তৈরি করা হয়েছে।’

তবে শুধু ডিভিলিয়ার্স নন, ২৭ রানে ৫ উইকেট নেওয়া হর্ষল পটেলের প্রশংসা করেছেন সহবাগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement