IPL 2021

আইপিএল-এ প্রথম শিকার কোহলী, আহ্লাদে আটখানা পঞ্জাবের অখ্যাত স্পিনার

ব্যাট হাতে ২৫ রান, বল হাতে মহারথীদের উইকেট, ম্যাচের সেরা হরপ্রীত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২১ ১১:২২
Share:

বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন হরপ্রীত। ছবি: বিসিসিআই

ভারতীয় ক্রিকেট আরও এক শিখ স্পিনারের নাম জানল। বিরাট কোহলী, গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডিভিলিয়ার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৩ মহারথীকেই শুক্রবার ফিরিয়ে দিয়েছেন তিনি। পঞ্জাব কিংসের জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন হরপ্রীত ব্রার।

Advertisement

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-এর প্রথম ম্যাচের সেরার পুরস্কার পেলেন হরপ্রীত। তিনি বলেন, “বাড়িতে সকলে খুব খুশি হবে। ওদের আশীর্বাদেই আজ এখানে পৌঁছতে পেরেছি। আমাকে কেউ ছয় মারলে কখনও ভেঙে পড়িনি, কারণ জানি বোলারের কাছে সব সময় ফিরে আসার সুযোগ রয়েছে। তাই জানতাম ফিরে আসব। আইপিএল-এ আমার প্রথম শিকার কোহলী, এটা দারুণ সাহায্য করেছে। আত্মবিশ্বাস পেয়েছি অনেক। আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, আমার কাছে ১-২ ওভার দেখে নেওয়ার সময় ছিল। রাহুল ভাই উল্টো দিক থেকে কথা বলছিল আমার সঙ্গে, বুঝিয়ে দিচ্ছিল পরিস্থিতি কেমন। পঞ্জাবিরা মাঠে নামলে ছাপ রেখে যাওয়ার চেষ্টা করে।”

ব্যাট হাতে ১৭ বলে ২৫ রান করেন হরপ্রীত। বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পঞ্জাব প্রথমে ব্যাট করে ১৭৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর শেষ হয়ে যায় ১৪৫ রানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement