Piyush Chawla

অভিজ্ঞ পীযূষ চাওলাতে অগাধ আস্থা রোহিত, জাহিরদের

গতবারের চ্যাম্পিয়ন দলে যোগ দিতে পেরে খুশি পীযূষও। তিনি বলেন, ‘‘আমি খুব খুশি মুম্বই ইন্ডিয়ান্স দলে জায়গা পেয়ে। মুম্বই আইপিএলে সবচেয়ে সফল দল।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ২১:১০
Share:

পীযূষ চাওলা ফাইল চিত্র

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের দলে পীযূষ চাওলাকে নেওয়া নিয়ে এবার মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘‘আমি অনূর্ধ্ব ১৯ থেকে পীযূষের সঙ্গে খেলছি। ও খুব আক্রমণাত্মক বোলার। যে গুনটা মাঝেমধ্যেই প্রয়োজন হয় কোনও দলে। আমাদের দলে এমনই একজন স্পিনার দরকার ছিল।’’

Advertisement

রোহিত আরও বলেন, ‘‘আইপিএলে সর্বোচ্চ উইকেট প্রাপকদের মধ্যে ও অন্যতম। অনেক ম্যাচ খেলেছে। ফলে ২০ ওভারের খেলা সম্পর্কে ভালভাবেই জানে ও। বিপক্ষ ক্রিকেটারদের শক্তি, দুর্বলতাও ভালভাবেই জানে পীযূষ।’’

গতবারের চ্যাম্পিয়ন দলে যোগ দিতে পেরে খুশি পীযূষও। তিনি বলেন, ‘‘আমি খুব খুশি মুম্বই ইন্ডিয়ান্স দলে জায়গা পেয়ে। মুম্বই আইপিএলে সবচেয়ে সফল দল।’’

Advertisement

দলের নির্দেশক জাহির খানও দারুণ খুশি পীযূষ চাওলাকে পেয়ে। তিনি বলেন, ‘‘আমরা অভিজ্ঞতার দাম দিতে চেষ্টা করি। আমাদের দলে চাওলা ছাড়াও রাহুল চাহারের মত নবীন স্পিনারও রয়েছে। আমার বিশ্বাস চাওলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে চাহার।’’

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement